কৃতকর্মের সাজা, গোটা শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড তৃণমূলের দোলা-শান্তা সহ ১২ সাংসদ
বাংলাহান্ট ডেস্কঃ বাদল অধিবেশনের শেষ দিনে সংসদে হইহট্টগোল করেছিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ দোলা সেন (dola sen) ও শান্তা ছেত্রী (shanta chhetri)। এবার সেই কর্মেরই সাজা পেলেন এই তৃণমূল সাংসদরা। সম্পূর্ণ শীতকালীন অধিবেশনের জন সাসপেন্ড করা হল দোলা সেন এবং শান্তা ছেত্রীকে। এছাড়াও রাজ্যসভা থেকে আরও ১০ জন সাংসদকে এদিন সাসপেন্ড করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন- … Read more