৯০০০ কোটি টাকার কোম্পানি, সম্পদের পরিমাণ ২৮ হাজার কোটি! তবুও এই ব্যবসায়ী ঘোরেন সাইকেলে
বাংলাহান্ট ডেস্ক : শ্রীধর ভেম্বু দেশের অন্যতম প্রসিদ্ধ একজন ব্যবসায়ী (Businessman)। তিনি প্রতিষ্ঠা করেন জোহো কর্পোরেশন। বর্তমানে এই সংস্থার মূল্য প্রায় ৯ হাজার কোটি। শ্রীধর ভেম্বুর ব্যক্তিগত সম্পদের পরিমাণ পরিমাণ ২৮ হাজার কোটি টাকা। এই বিপুল পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও অত্যন্ত সাধারণ জীবন যাপন করেন তিনি। ঘুরে বেড়ান সাইকেলে চেপে। জোহো কর্পোরেশন বর্তমানে নেট … Read more