প্রত্যাশামতোই কমনওয়েলথ কুস্তিতে সিংহগর্জন ভারতের, স্বর্ণপদক জয় সাক্ষী মালিক ও বজরঙ্গ পুনিয়ার
বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রত্যাশামতোই কুস্তির ফাইনাল আসতেই ভারতের ঝুলিতে একের পর এক পদক আসতে শুরু করেছে। শুক্রবার রাতে ভারতের তারকা কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া শুক্রবার কমনওয়েলথ গেমসের ৬৫ কেজি ক্যাটাগরির ফ্রি-স্টাইল কুস্তির ফাইনালে ভারতের ষষ্ঠ স্বর্ণপদকটি জয় করলেন। বজরঙ্গয়ের এই পদক প্রাপ্তির পরে চলতি প্রতিযোগিতা ভারতের পদক সংখ্যা ২২-এ পৌঁছেছিল। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে মতোই … Read more