বদলার ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে ফাইনালে হাবাসের এটিকে।
আইএসএলের সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল এটিকে এবং ব্যাঙ্গালুরু এফসি। এই ম্যাচের প্রথম পর্বের খেলায় ব্যাঙ্গালুরুর ঘরের মাঠে 1-0 গোলে হারতে হয়েছিল এটিকে কে। তাই ফাইনালে উঠতে হলে ফিরতে পর্বের ম্যাচে 2-0 ব্যবধানে জিততে হত এটিকে কে। সেই চিন্তা মাথায় রেখেই দুই স্ট্রাইকার ডেভিড উইলিয়ামাস এবং রয় কৃষ্ণকে সামনে রেখে রননীতি সাজিয়েছিল এটিকে কোচ ডেভিড উইলিমাস। … Read more