শুরু করেছিলেন বিপ্লবীরাই! নজরকাড়া থিমের টানে বাঙ্গালপুর বয়েজ ক্লাবের পুজোয় ভিড় জমান আট থেকে আশি
বাংলাহান্ট ডেস্ক : সময়টা ১৯২১ সাল। বিপ্লবের গন্ধ তখন ছড়িয়ে পড়েছে বাংলার বাতাসে। দলে দলে তরুণ, যুবরা দেশমাতৃকার মুক্তির জন্য মরণপণ লড়াইয়ে নেমেছে। ঠিক তখনই স্বাধীনতা সংগ্রামী বিভূতি ঘোষ ও তাঁর সহযোগীরা শুরু করেছিলেন এই পুজো। তারপর কেটে গিয়েছে ১০০ বছরেরও বেশী। সময়ের হাত ধরে এই পুজোতেও লেগেছে নতুনত্বের ছোঁয়া। কথা হচ্ছে, বাঙ্গালপুর বয়েজ ক্লাবের … Read more