উত্তরাখণ্ডের পর এবার উত্তরকাশী। হরপা বানে ধুয়ে গেল একাধিক গ্রাম।
বাংলা হান্ট ডেস্ক:রবিবার আচমকা মেঘভাঙা বৃষ্টি থেকে তৈরি হল হড়পা বান। উত্তরাখণ্ডের উত্তরকাশীর একটি তহসিলে তাণ্ডব চালাল কাদামাটির স্রোত। চাপা পড়ে গেল কমপক্ষে ৩টি গ্রাম।মুরুগেশন জানিয়েছেন, উত্তরকাশীর মোরি তহসিলে ১৭ জনের মৃত্যু হয়েছে হড়পা বানে। এইদিন হরপা বানে জলের তোড়ে নেমে আসে বিপুল পরিমাণ কাদা-পাথর যাতে চাপা পড়ে গিয়েছে আরাকোট, মাকুডি ও টিকোচি … Read more