সাতটি ঘোড়ায় টানা রথে আসবেন ভিকি! পঞ্জাবি খাবার থেকে ১০০ টি দোকানের মিষ্টির ব্যবস্থা ক্যাটরিনার বিয়েতে
বাংলাহান্ট ডেস্ক: গত এক মাসের জল্পনা কল্পনা অবশেষে বাস্তবে পরিণত হতে চলেছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন ক্যাটরিনা কাইফ (katrina kaif) ও ভিকি কৌশল (vicky kaushal)। বহু গুঞ্জন, কানাঘুঁষোর অবসান ঘটিয়ে সপরিবারে রাজস্থান উড়ে গিয়েছেন ‘ভিক্যাট’। বিয়ের ভেন্যুতে পৌঁছেও গিয়েছেন তাঁরা। আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে প্রাক বিয়ের অনুষ্ঠান। বিয়ের ছবি, ভিডিও সহ যেকোনো বিয়ের যেকোনো … Read more