চেয়ার দখল হয়েছিল আগেই, বাবার কোলে বসে এবার পরিচালনায় হাতেখড়ি ইউভানের!
বাংলাহান্ট ডেস্ক: ইউভান (Yuvaan), রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) একমাত্র পুত্র সন্তান। ছোট থেকেই অ্যাডভান্স বেবি বলে পরিচিত খুদে। জন্মের পরপরই সোশ্যাল মিডিয়ায় ডেবিউ হয়ে গিয়েছিল ইউভানের। তারপর থেকে নেটপাড়ায় এক রকম নিয়মিত দেখা যায় পুঁচকেকে। এক বছর হওয়ার আগেই ইউভানের নানান কাণ্ডকারখানা নজর কেড়ে নিয়েছিল নেটিজেনদের। ছেলেকে কোনো কিছুতেই কখনো … Read more