কাজ শিকেয় তুলে এলাহি আয়োজন! পঞ্চায়েতে উপপ্রধানের ‘আইবুড়ো ভাত”, চলল দেদার খানাপিনা
বাংলাহান্ট ডেস্ক : বিয়ে বলে কথা। তাও আবার উপপ্রধানের। সেই আনন্দে কাজকর্ম বন্ধ পঞ্চায়েত অফিসে। তার জায়গায় করে আয়োজন করা হল আইবুড়ো ভাতের। পঞ্চায়েতের চেয়ারে বসেই লজ্জা লজ্জা মুখ করে আইবুড়ো ভাত খেলেন উপপ্রধান সাহাবুদ্দিন মণ্ডল। আর আয়োজনও হয়েছিল জব্বর। সানাই বাজিয়ে, শঙ্খ-উলুধ্বনি দিয়ে ধুমধাম করে আইবুড়ো ভাতের আয়োজন করলেন পঞ্চায়েতের সদস্যরাই। খাওয়াদাওয়াও এলাহি ব্যাপার। … Read more