বিড়ির পর এবার মাছ ব্যবসায়ী, হাওড়ায় হানা আয়কর দফতরের! কী মিলল তল্লাশিতে?
বাংলা হান্ট ডেস্কঃ শহরে ফের একবার আয়কর (Income Tax) হানা (Raid)। এবার আয়কর দফতরের নজরে মাছ ব্যবসায়ীরা। বুধবার হাওড়ায় (Howrah) মাছ ব্যবসায়ী (Fish Businessman) তাজ মহম্মদের বাড়িতে বিশেষ অভিযান চালালেন আয়কর দফতরের কর্তারা। জানা গিয়েছে, এদিন সকাল ৯ টা নাগাদ সেই ব্যবসায়ীর বাড়িতে চারটি গাড়ি করে পৌঁছান আধিকারিকরা। প্রায় ঘন্টা চারেক চলে ম্যারাথন তল্লাশি। প্রাথমিকভাবে … Read more