রঙ-বেরঙের পাখনা মেলে ঘুরে বেড়াচ্ছে ইতিউতি, ময়ূরময় এই গ্রাম দেখতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি
বাংলাহান্ট ডেস্ক: আউশগ্রামের জঙ্গলমহল এলাকার গ্রাম হেদোগড়িয়া। এই গ্রামে এখন ময়ূরের অবাধ বিচরণ ক্ষেত্র। ময়ূর নিয়ে গ্রামবাসীদের ধারাবাহিকভাবে সচেতন করে চলেছে বনদপ্তর। সেই সচেতনতার ফল এবার মিলল বলাই যায়। এখন ময়ূর-ময়ূরীর অবাধ বিচরণক্ষেত্রে পরিণত হয়েছে হেদোগড়িয়া। ময়ূর দেখতে এই গ্রামে ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের পর্যটকেরা। স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছেন, এলাকার উন্নয়নের স্বার্থে এখানে গড়ে তোলা … Read more