বিমান ওড়া দেখতে গিয়ে ঘাড় ধাক্কা খান রক্ষীদের, জেদে নিজেই বিমান বানিয়ে ফেললেন পঞ্চম পাশ যুবক

বাংলাহান্ট ডেস্ক : মানুষের স্বপ্ন নীল আকাশের মতই বাঁধনহীন। বাস্তবতা, বাধা, নিষেধ, কাল সীমানার গন্ডি পার করে সেই স্বপ্ন ছুঁতে চায় তার উচ্চতাকে। এমনই এক স্বপ্ন দেখেছিলেন রাজস্থানের যুবক। তার স্বপ্ন ছিল বিমানবন্দর থেকে কিভাবে একটি প্লেন ওঠা নামা করে তা দেখার। সেই স্বপ্নের বশেই তিনি ছুটে যান বিমানবন্দরে। কিন্তু সেখানেও তো কিছু নিয়ম কানুন … Read more

X