মুখে সাদা দাড়ি, মাথায় চুল প্রায় নেই! এ কী অবস্থা ‘ডিস্কো ডান্সার’ মিঠুনের!
বাংলাহান্ট ডেস্ক: কলকাতার শিডিউল সেরে মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) সঙ্গে নিয়ে বেনারস উড়ে গিয়েছেন দেব (Dev)। ‘প্রজাপতি’ নতুন করে ডানা মেলেছে সেখানে। প্রাচীনতম শহরের আনাচে কানাচে, গঙ্গার ঘাট ঘুরে ঘুরে শুটিং করছেন দুজনে। কাশী বিশ্বনাথের আশীর্বাদ নিয়ে কাজে নেমেছেন দেব। দর্শকদের জন্য জবরদস্ত কিছু একটা হাজির করবেন পর্দায়। প্রজাপতির শুটিং শুরু হওয়ার প্রথম থেকেই অনুরাগীদের … Read more