মুরগির দোকানের হেল্পার থেকে বগটুইয়ের বেতাজ বাদশা, জানেন ভাদু শেখের পরিচয়?
বাংলাহান্ট ডেস্ক : মুরগির দোকানের হেল্পার, দিনমজুর থেকে বলতে গেলে রাতারাতি প্রাসাদোপম বাড়ি-গাড়ির মালিক। উন্নতির গ্রাফটা এরকমই ছিল বীরভূমের বাগটুই গ্রামের উপ প্রধান তথা তৃণমূল নেতা ভাদু শেখের। বোমাবাজিতে খুন হয়েছেন তিনিই। আর তাঁর খুনের বদলার আগুনেই ভস্মীভূত বাগটুই গ্রামের ১০ জন মানুষ সহ একাধিক বাড়ি। কিন্তু মুরগির মাংসের দোকানে পালক ছাড়িয়ে রক্ত ধোয়ার হেল্পারির … Read more