বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতের সামনেই দুটো বড় চ্যালেঞ্জ রয়েছে। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team) এশিয়া কাপ (Asia Cup 2023) ও বিশ্বকাপের (2023 ODI World Cup) মঞ্চে মাঠে নামবে খুব শীঘ্রই। গত বছর এশিয়া কাপের লজ্জাজনক হারের পর এই বছর নিজেদের প্রমাণ করতে মরিয়া বিরাট কোহলিরা। আর তারপরে দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজিত হওয়ায় অতিরিক্ত প্রত্যাশা চাপ থাকবে তাদের উপর। দুটি টুর্নামেন্টে কোনও অঘটন ঘটলে নভেম্বর মাসের শেষে কিছু বড় সিদ্ধান্ত নিতে হয়তো বাধ্য হবে বিসিসিআই (BCCI)।
বড় তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট রবিন উথাপ্পা। তিনি একসময় ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। ২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন রবিন। ধীরে ধীরে আর নিয়মিত হয়ে উঠতে পারেননি ভারতীয় দলে। মাঝেমধ্যে আবার প্রত্যাবর্তন করেছেন কিন্তু সেটা কখনোই স্থায়ী ভাবে ছিল না।