‘বেঁচে থাকলে’ আজ আটে পা দিত সৌরনীল! জন্মদিনের সকালে শোকে পাথর মা
বাংলাহান্ট ডেস্ক : সৌরনীল বলে রেখেছিল আগে থেকেই। সেই মতো প্রস্তুতও ছিলেন তার বাবা-মা। ৮ বছরের জন্মদিনে (Birthday) সৌরনীলকে প্রিন্সেপ ঘাটে ঘুরতে নিয়ে যেতে রাজি হয়েছিলেন তারা। কিন্তু যার জন্য এই আনন্দ আয়োজন, সেই সৌরনীলই আজ আর নেই। আজ অর্থাৎ ২৫শে আগস্ট জন্মদিন বেহালা চৌরাস্তায় লরির ধাক্কায় মৃত স্কুল ছাত্র সৌরনীল সরকারের। বেঁচে থাকলে সে … Read more