অপ্রতিরোধ্য মোহনবাগান! ট্রাউ এফসিকে হারিয়ে আইলিগ প্রায় ঘরে তুলে নিল মোহনবাগান।
এবারের আইলীগে অপ্রতিরোধ্য মোহনবাগান। ইমফলে গিয়ে ট্রাউ এফিসে 3-1 গোলে হারিয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। এই নিয়ে এবারের আইলীগে টানা 12 ম্যাচে অপরাজিত থাকার নজির গড়লেন কিবু ভিকুনার ছেলেরা। ট্রাউ এর বিরুদ্ধে 3-1 গোলে এই জয়ের সুবাদে আইলিগ প্রায় ধরেই ফেলল মোহনবাগান। এই দিন খেলা শুরু হওয়ার তেরো মিনিটের মাথায় পেলান্টি থেকে গোল করে মোহনবাগান … Read more