ক‍্যামেরা দেখেই মায়ের হাত ছাড়িয়ে তেড়ে গেল তৈমুর, নবাবপুত্রের ‘কীর্তি’র ভিডিও ভাইরাল

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে তারকা সন্তানদের তালিকায় জনপ্রিয়তার শীর্ষে নিঃসন্দেহে থাকবে সইফ আলি খান (saif ali khan) ও করিনা কাপুর খানের (kareena kapoor khan) পুত্র ছোট নবাব তৈমুর আলি খান (taimur ali khan)। সেই ছোট বয়স থেকেই পাপারাজিদের ক্যামেরার সঙ্গে তার একপ্রকার বন্ধুত্বই হয়ে গিয়েছে। এখন বেশ বড় হয়ে গেলেও এখনও পরিস্থিতি রয়েছে একই রকমই।

ছোট থেকেই পাপারাৎজির সঙ্গে দারুন বন্ধুত্ব তৈমুরের। কারন কার্যত জ্ঞান হওয়ার আগে থেকেই ক‍্যামেরার ঝলকানি দেখে আসছে সে। বলিউডের তারকা সন্তানদের মধ‍্যে তৈমুরের জনপ্রিয়তা সবথেকে বেশি। ছোট থেকেই সে যেখানে যেখানে যায় সেখানেই তাকে পিছু ধাওয়া করে ক‍্যামেরা কাঁধে পাপারাৎজি।

831684 saifalikhan kareenakapoorkhan taimuralikhan worldcup2019
সম্প্রতি চার বছরের জন্মদিন পালন কলল তৈমুর। বুধবার মা করিনার সঙ্গে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হয় তৈমুর। ক‍্যামেরা দেখেও করিনা কোনো মন্তব‍্য করেননি। কিন্তু তৈমুর হঠাতই পাপারাৎজির উদ্দেশে চেঁচিয়ে বলে, ‘নট অ্যালাউড’। করিনা তাকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেও ব‍্যর্থ হন। এই ভিডিও এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CJJJ9D4A7It/?igshid=1x3se4eu7sy64

প্রসঙ্গত, গতকাল রবিবার, চার বছরে পা দিল করিনা কাপুর খান ও সইফ আলি খানের প্রথম সন্তান তৈমুর আলি খান। সেই উপলক্ষে করিনা ও সইফের ফরচুন হাইটসের অ্যাপার্টমেন্টে ঘরোয়া পার্টির আয়োজন করা হয়েছিল‌। প্রকাশ‍্যে এসেছে সেই পার্টির কিছু ছবি ও ভিডিও।

সকাল থেকেই বাড়িতে পার্টির আয়োজন করতে দেখা যায় সইফ করিনাকে। পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন তাঁরা। পার্টিতে আমন্ত্রিত ছিলেন সোহা আলি খান, কুণাল খেমু, ইনায়া, তৈমুরের দাদু দিদা, মাসি করিশ্মা কাপুর, তাঁর ছেলে মেয়েরা ও তৈমুরের কয়েকজন বন্ধু বান্ধব।

Niranjana Nag

সম্পর্কিত খবর