মায়ের হাত ছাড়িয়ে দে দৌড়, কাঁচের দরজায় ধাক্কা খেয়ে উলটে পড়ল তৈমুর! ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে তারকা সন্তানদের তালিকায় জনপ্রিয়তার শীর্ষে নিঃসন্দেহে থাকবে সইফ আলি খান (saif ali khan) ও করিনা কাপুর খানের (kareena kapoor khan) পুত্র ছোট নবাব তৈমুর আলি খান (taimur ali khan)। সেই ছোট বয়স থেকেই পাপারাজিদের ক্যামেরার সঙ্গে তার একপ্রকার বন্ধুত্বই হয়ে গিয়েছে। এখন বেশ বড় হয়ে গেলেও এখনও পরিস্থিতি রয়েছে একই রকমই।

ছোট থেকেই পাপারাৎজির সঙ্গে দারুন বন্ধুত্ব তৈমুরের। কারন কার্যত জ্ঞান হওয়ার আগে থেকেই ক‍্যামেরার ঝলকানি দেখে আসছে সে। বলিউডের তারকা সন্তানদের মধ‍্যে তৈমুরের জনপ্রিয়তা সবথেকে বেশি। ছোট থেকেই সে যেখানে যেখানে যায় সেখানেই তাকে পিছু ধাওয়া করে ক‍্যামেরা কাঁধে পাপারাৎজি।


তবে এবারে একটু অন‍্য রকম দৃশ‍্য দেখা গেল। পাপারাৎজির সামনে পোজ না দিয়ে মা করিনার হাত ছাড়িয়ে ছুট দিল তৈমুর আর তারপরেই ঘটে গেল দুর্ঘটনা। সম্প্রতি করিশ্মা কাপুরের মেয়ে সামাইরার জন্মদিন উপলক্ষে মা করিনা ও দিদা ববিতা কাপুরের সঙ্গে জন্মদিনের পার্টিতে এসেছিল তৈমুর।

গাড়ি থেকে নেমে পাপারাৎজির সামনে পোজ দেন করিনা। কিন্তু তৈমুর নেমেই মায়ের পেছন দিয়ে ছুট লাগায় দরজার দিকে। আর তারপরেই কাঁচের দরজায় সজোরে ধাক্কা খেয়ে ছিটকে যায় তৈমুর। সঙ্গে সঙ্গে তাকে সামলাতে এগিয়ে আসে নিরাপত্তারক্ষীরা। করিনাও ছেলেকে সামলে এগিয়ে যান দরজার দিকে। এই ভিডিও এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CMRwF6NHjSY/?igshid=170ah1negos7q

সম্প্রতি শিবরাত্রি উপলক্ষে কপালে ত্রিনয়ন এঁকে মাথায় পনিটেল করে মহাদেবের ভূমিকায় অবতীর্ণ হয় ছোট্ট তৈমু্র। করিনার বড় ছেলের ছবি তুমুল ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়।

কপালে ত্রিনয়ন আঁকা ও মাথায় ছোট্ট পনিটেল, এমনি সাজে শিবরাত্রিতে দেখা মেলে তৈমুরের। তবে পরনে ছিল গাঢ় নীল টিশার্ট ও জিন্স। ছবি তোলার সময় ক‍্যামেরার দিকে তাকাতেও দেখা যায় তৈমুরকে। এই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ‍্যাল মিডিয়ায়। তবে এই ছবির জন‍্য ট্রোলের মুখেও পড়তে হয়েছে সইফ করিনাকে।

X