ঝোড়ো কামব্যাক ‘নিম ফুল’-এর, এক ধাক্কায় TRP বাড়ল সব সিরিয়ালের, সেরার স্থান বদলালো?

বাংলাহান্ট ডেস্ক: সিরিয়ালের (Serial) আসা যাওয়ার সঙ্গে তাল মেলাতে হলে টিআরপির (TRP) খবর রাখাটা খুবই জরুরি। টিআরপির ওঠানামার উপরে ভিত্তি করেই সিরিয়াল শেষ হয় আর নতুন সিরিয়াল শুরু হয়। তাই সেরা টিআরপির লিস্টে কোন চ্যানেলের কোন সিরিয়াল কোন জায়গায় রয়েছে তার খোঁজ রাখতেই হয়। প্রতি বৃহস্পতিবার প্রকাশ্যে আসা টিআরপি তালিকায় চোখ রাখলেই আপডেটেড থাকতে পারবেন সিরিয়ালের হাল হকিকত নিয়ে।

প্রায় প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় অদল বদল থাকলেও প্রথম স্থানাধিকারীর নামে কোনো পরিবর্তন হয় না। তালিকার শীর্ষ স্থান এখনো দখলে রেখেছে ‘অনুরাগের ছোঁয়া’। টানা কয়েক সপ্তাহ ধরে স্টার জলসার এই সিরিয়াল অপ্রতিরোধ্য। এ সপ্তাহে সূর্য দীপার দখলে রয়েছে ৮.৯।

Take a look at the top 10 trp list

কয়েক নম্বর পেছনেই রয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। ৮.৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। একটুর জন্য পয়লা নম্বর স্থানটা মিস হয়ে গিয়েছে জি এর টপার সিরিয়ালের। এ সপ্তাহে দুরন্ত কামব্যাক করেছে ‘ফুলকি’। ৮.২ নম্বর পেয়েছে জি এর নতুন ধারাবাহিক।

Take a look at the top 10 trp list

প্রথম পাঁচে চারটি স্থানই রয়েছে জি বাংলার দখলে। চতুর্থ এবং পঞ্চম দুটি স্থানেই রয়েছে জি এর ধারাবাহিক রাঙা বউ এবং নিম ফুলের মধু। দুটি সিরিয়ালের ঝুলিতে উঠেছে যথাক্রমে ৭.৩ এবং ৭.২ পয়েন্ট। নতুন সিরিয়াল কার কাছে কই মনের কথা পেয়েছে ৫.২ পয়েন্ট। স্লট লিডারও হয়েছে এই ধারাবাহিক।

রইল সেরা দশের টিআরপি তালিকা-

অনুরাগের ছোঁয়া- ৮.৯ (প্রথম)

জগদ্ধাত্রী- ৮.৪ (দ্বিতীয়)

ফুলকি- ৮.২ (তৃতীয়)

রাঙা বউ- ৭.৩ (চতুর্থ)

নিম ফুলের মধু- ৭.২ (পঞ্চম)

হরগৌরী পাইস হোটেল- ৬.৬ (ষষ্ঠ)

বাংলা মিডিয়াম- ৬.২ (সপ্তম)

এক্কা দোক্কা- ৫.৯ (অষ্টম)

পঞ্চমী- ৫.৬ (নবম)

খেলনা বাড়ি- ৫.৫ (দশম)

দেখে নিন সেরা পাঁচ হিন্দি সিরিয়ালের টিআরপি-

অনুপমা- প্রথম (২.৭)

ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়- দ্বিতীয় (২.১)

গুম হ্যায় কিসিকে পেয়ার মে- তৃতীয় (২.০)

তারক মেহতা কা উলটা চশমা- চতুর্থ (১.৯)

ইয়ে হ্যায় চাহাতে, ফালতু, খতরো কে খিলাড়ি- পঞ্চম (১.৮)

Niranjana Nag

সম্পর্কিত খবর