বাংলাহান্ট ডেস্ক: মিঠাইয়ের (mithai) আধিপত্য কি শেষ হচ্ছে? টানা দু মাসেরও বেশি সময় ধরে বাংলা সেরা হওয়ার পর শেষে কি ‘যমুনা ঢাকি’ র (jomuna dhaki) কাছে হারতে হবে তাকে? এ সপ্তাহের নতুন টিআরপি তালিকা দেখে এমনি প্রশ্ন উঠে আসছে দর্শক মহলে। যমুনার দাপটে মিঠাইয়ের সুখের দিন এবার শেষ হতে চলেছে, বক্তব্য দর্শকদের একাংশের।
না, নিজের জায়গা হারাতে হয়নি মোদক পরিবারের বৌমাকে। এ সপ্তাহেও টিআরপি তালিকার শীর্ষেই রয়েছে মিঠাই রানী। তার প্রাপ্ত নম্বর ১০.৯। কিন্তু ময়রা বৌকে হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছে ঢাকি বৌ। এ সপ্তাহেও দ্বিতীয় স্থানে জি বাংলার আরেক সিরিয়াল ‘যমুনা ঢাকি’। উল্লেখযোগ্য বিষয়, হাজারো ট্রোলের পরেও জনপ্রিয়তা একটুও ফিকে হয়নি যমুনার। বরং দিনকে দিন তা আরো বাড়ছে।
এ সপ্তাহে যমুনা পেয়েছে ৮.৫। দূর্গাপুজো ও তার পরবর্তী সপ্তাহে সব সিরিয়ালেই পুজো সম্পর্কিত এপিসোডই দেখানো হয়েছে। ব্যতিক্রম ছিল একমাত্র যমুনা ঢাকি। বাস্তব জীবনে পুজো শুরু হওয়ার আগেই সেখানে ঠাকুর বিসর্জনও দেওয়া হয়ে গিয়েছিল। শুরু হয়ে গিয়েছিল লক্ষ্মীপুজো। যমুনা ফিরে এসেছে নতুন রূপে। এ নিয়ে কম ট্রোল হয়নি। কিন্তু শত্তুরের মুখে ছাই দিয়ে সিরিয়ালের মতো দর্শকদের মনেও রাজ করছে যমুনা।
তৃতীয় স্থানে জি বাংলারই নতুন সিরিয়াল ‘উমা’। শুরু হওয়ার পর থেকেই টানা টিআরপি তালিকার এক থেকে পাঁচের মধ্যে থেকেছে এই সিরিয়াল। এবারে উমার সংগ্রহে ৮.১। অপরদিকে দ্বিতীয় থেকে চতুর্থ স্থানে নেমে এসেছে অপরাজিতা অপু। নম্বর পেয়েছে ৭.৮। একই পয়েন্ট নিয়ে অনেকদিন পর তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে করুণাময়ী রাণী রাসমণি। পঞ্চম স্থানে ৭.৬ নিয়ে সর্বজয়া। তবে তালিকার এক থেকে দশে এই প্রথম স্থান হল না ‘কৃষ্ণকলি’র। উমার দাপটে জায়গা হারিয়ে টিআরপি তালিকা থেকে উড়ে গেল শ্যামা।
এক নজরে দেখে নিন এ সপ্তাহের তালিকা-
মিঠাই- ১০.৯ (প্রথম)
যমুনা ঢাকি- ৮.৫ (দ্বিতীয়)
উমা- ৮.১ (তৃতীয়)
করুণাময়ী রানি রাসমণি- ৭.৮ (চতুর্থ)
অপরাজিতা অপু- ৭.৮ (চতুর্থ)
সর্বজয়া- ৭.৬ (পঞ্চম)
মন ফাগুন- ৭.২ (ষষ্ঠ)
ধুলোকণা- ৭.১ (সপ্তম)
খড়কুটো- ৭.০ (অষ্টম)
শ্রীময়ী-৬.৮ (নবম)
এই পথ যদি না শেষ হয়- ৬.৫ (দশম)