বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবার সিরিয়ালগুলির (Serial) সাপ্তাহিক টিআরপি তালিকা প্রকাশ্যে আসতেই চক্ষু চড়কগাছ! ওলটপালট প্রায় সব সিরিয়ালেরই স্থান। কেউ ষষ্ঠ স্থান থেকে এক্কেবারে দ্বিতীয় স্থানে উঠে এসেছে, আবার কেউ নেমে গিয়েছে সাত নম্বরে। এমনকি কমে গিয়েছে সেরার সেরা ‘গাঁটছড়া’র (Gantchhora) নম্বরও!
আগের সপ্তাহের তুলনায় অনেকটাই কমে গিয়েছে স্টার জলসার এই সেরা সিরিয়ালের। এক ধাক্কায় .৭ নম্বর কমে ৯.৬ পয়েন্ট ঝুলিতে ভরেছে গাঁটছড়া। তবে নম্বর কমলেও প্রথম স্থান থেকে নড়ানো যায়নি এই সিরিয়ালকে। যদিও অনেকের অভিযোগ, সিরিয়ালের আগের আমেজ আর নেই।
প্রতিদিনই খড়ি চেষ্টা করছে রাহুলের মুখোশ খোলার, আর প্রতিদিনই ব্যর্থ হচ্ছে। অন্যান্য সিরিয়ালগুলোর মতো গাঁচছড়ার গল্পও এখন আর দর্শক টানতে পারছে না বলে বক্তব্য নেটনাগরিকদের একাংশের। সেই কারণেই টিআরপিতে ধস।
এক সময়কার বাংলা সেরা ‘মিঠাই’ অবশ্য লড়াই বজায় রেখেছে। আগের থেকে নম্বর ও স্থান দুটোরই উন্নতি হয়েছে। ৯.১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে জি বাংলার তুরুপের তাস। মিঠাই সিদ্ধার্থর রোম্যান্স, পারস্পরিক বোঝাপড়াই দর্শকদের এখনো গল্পের সঙ্গে জুড়ে রেখেছে বলে মন্তব্য মিঠাই ভক্তদের। যদিও হাতছাড়া হওয়া সিংহাসন সহজে ফেরত পাওয়া দুষ্কর।
এ সপ্তাহের বড় দুই চমক নিঃসন্দেহে মন ফাগুন এবং ধুলোকণা। স্টারের এই দুই সিরিয়ালেরই স্থানের ব্যাপক রদবদল হয়েছে। ছয় নম্বর থেকে সোজা দু নম্বরে উঠে এসেছে মন ফাগুন। পিহুই যে তার ছোটবেলার মনের মানুষ সেটা জেনে গিয়েছে ঋষিরাজ। টিআরপিও বেড়েছে চড়চড়িয়ে।
অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা ধুলোকণা এক ধাক্কায় নেমে গিয়েছে সপ্তম স্থানে। ঝুলিতে উঠেছে মাত্র ৮.২ নম্বর। উল্লেখ্য, এ সপ্তাহে জি বাংলার অন্যতম নতুন সিরিয়াল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ও বেরিয়ে গিয়েছে সেরা দশের টিআরপি তালিকা থেকে। নবম স্থানে জায়গা হয়েছে গৌরী এলোর। শেষলগ্নেও দর্শক মনে জায়গা করতে পারেনি ‘অপরাজিতা অপু’।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
গাঁটছড়া- ৯.৬ (প্রথম)
মন ফাগুন- ৯.২ (দ্বিতীয়)
মিঠাই- ৯.১ (তৃতীয়)
আলতা ফড়িং- ৯.০ (চতুর্থ)
আয় তবে সহচরী- ৮.৫ (পঞ্চম)
অনুরাগের ছোঁয়া- ৮.৪ (ষষ্ঠ)
ধুলোকণা- ৮.২ (সপ্তম)
উমা- ৭.৯ (অষ্টম)
গৌরী এল- ৭.৫ (নবম)
পিলু- ৭.৪ (দশম)