জয় গোপাল! হারানো সিংহাসন ফের দখল করল ‘মিঠাই’, নম্ব‍র কমে বিদায় ‘গাঁটছড়া’র

বাংলাহান্ট ডেস্ক: বিরাট অঘটন টিআরপি তালিকায়। কয়েক মাস ধরে শীর্ষস্থান দখল করে থাকা ‘গাঁটছড়া’ (Gantchhora) আজ পরাজিত। হারানো মুকুট ফের ছিনিয়ে নিল ‘মিঠাই’ (Mithai) রাণী। টানা এক বছর ধরে বাংলা সেরার তকমা ধরে রাখা মোদক পরিবার মাঝে সিংহাসন হারালেও মাস কয়েক পরেই আবারো সগৌরবে ফিরে পেল তা। মিঠাই অনুরাগীদের মধ‍্যে আজ জয়ের উচ্ছ্বাস।

ছোটপর্দায় একটানা দীর্ঘদিন টিআরপি শীর্ষে থাকার রেকর্ড গড়েছিল মিঠাই। মোদক পরিবারের ছেলে আর বৌমাকে ভালবাসেনি এমন দর্শক খুঁজে পাওয়া দুষ্কর। সিড মিঠাই জুটি মাসের পর মাস ধরে বাংলা সেরা থেকেছে। তারপর একদিন ঘটে যায় অঘটন। কয়েক সপ্তাহ ধরে টিআরপি কম থাকতে থাকতে আচমকা একদিন সেরার স্থান হারায় মিঠাই।

Mithai in Mithai 1
জায়গা দখল করে স্টার জলসার গাঁটছড়া। খড়ি ঋদ্ধির টক ঝাল রসায়ন আর গল্পের টানটান উত্তেজনা ধরে রেখেছিল দর্শক। সিড মিঠাই অনেক চেষ্টা করেও প্রথম স্থানে আর ফিরতে পারছিল না। তবে গত কয়েক সপ্তাহ ধরে কার্যত গাঁটছড়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল মিঠাই। অবশেষে অনুরাগীদের প্রার্থনা শুনেছে গোপাল।

৯.৮ নম্বর নিয়ে ফের এক নম্বরে মিঠাই। সিডের মিষ্টির ব‍্যবসায় যোগদান, মিঠাইয়ের রান্নার প্রতিযোগিতা জেতা, উচ্ছেবাবু সন্দেশ কামাল করে দিয়েছে। নতুন প্রোমোতে বিরাট টুইস্টও টিআরপি তুলতেই সাহায‍্য করেছে। অন‍্যদিকে প্রথম স্থান খুইয়ে দু নম্বরে নেমে এসেছে গাঁটছড়া। নম্বরের ফারাকও অনেকটাই। মাত্র ৮.৯ নম্বর দিয়ে দ্বিতীয় স্থানে জায়গা হয়েছে এই সিরিয়ালের।

IMG 20220407 154102
লক্ষ‍্য করার মতো বিষয়, বেশ কয়েক মাস ব‍্যাকফুটে থাকার পর ধীরে ধীরে ফর্মে ফিরছে জি বাংলা। উমা, গৌরী এলো, পিলু, লক্ষ্মী কাকিমা সুপারস্টারের মতো সিরিয়াল যথাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থান দখল করেছে। সেরা দশে ফিরেছে ‘সর্বজয়া’। তবে নতুন শুরু হওয়া ‘উড়ন তুবড়ি’ যে একেবারেই দর্শক গ্রহণ তা স্পষ্ট নম্বরেই। মাত্র ৪.৯ পেয়েছে এই সিরিয়াল। রাজ চক্রবর্তীর চ‍্যালেঞ্জ আবারো ব‍্যর্থ করে সেরা দশেও জায়গা পেল না ‘গোধূলি আলাপ’।

রইল সেরা দশের টিআরপি তালিকা-

মিঠাই- ৯.৮ (প্রথম)

গাঁটছড়া- ৮.৯ (দ্বিতীয়)
আলতা ফড়িং- ৮.৫ (তৃতীয়)
অনুরাগের ছোঁয়া- ৮.৫ (তৃতীয়)
উমা- ৮.০ (চতুর্থ)
গৌরী এলো- ৭.৭ (পঞ্চম)

পিলু- ৭.৩ (ষষ্ঠ)

ধূলোকণা- ৭.৩ (ষষ্ঠ)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৭.২ (সপ্তম)
মন ফাগুন- ৬.৯ ( অষ্টম)
আয় তবে সহচরী- ৬.৮ (নবম)
সর্বজয়া- ৬.০ (দশম)


Niranjana Nag

সম্পর্কিত খবর