তালিবান রাজে মহিলারা খেলতে পারবে না ক্রিকেট, বড় মূল্য চোকাতে হবে রশিদদের

বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানের তালিবান ক্ষমতায় আসার পর থেকেই মহিলাদের উপর প্রতিবন্ধকতা যে বাড়বে এমন আশঙ্কা করছিলেন সকলেই। যদিও তালিবান বারবার এই বার্তা দেওয়ার চেষ্টা করে এসেছে তারা আর আগের মত কট্টরপন্থী নেই, কিন্তু এবার ফের একবার সামনে এলো তাদের আসল রূপ। কার্যত আফগানিস্তানে মহিলাদের ক্রিকেট ব্যান করতে উঠে পড়ে লাগলো তালিবান। ইতিমধ্যেই সংবাদমাধ্যমে এনিয়ে বড় বয়ান দিয়েছেন তালেবান সাংস্কৃতিক কমিশনের ডেপুটি প্রধান আহমদুল্লাহ ওয়াসিক।

ওয়াসিক বলেন, “আমি মনে করি না যে মহিলাদের ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হবে কারণ নারীদের ক্রিকেট খেলার প্রয়োজন নেই। ক্রিকেটে তাকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে যেখানে তার মুখ ও শরীর ঢাকা থাকবে না। ইসলাম নারীদের এভাবে দেখার অনুমতি দেয় না।” শুধু তাই নয়, তিনি এও বলেন এটা মিডিয়ার যুগ ভিডিও এবং ছবির মাধ্যমে সারা দুনিয়া মহিলাদের এভাবে দেখবে। এটা হতে দেওয়া যায় না।

কট্টরপন্থী মানসিকতার প্রভাব পড়তে চলেছে আফগান পুরুষ দলের উপরেও। সম্প্রতি হোবার্টে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট ম্যাচে অংশ নেওয়ার কথা ছিল রশিদ খানদের। এই টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত বছরেই কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে, সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী যদি এটা নিশ্চিত হয় যে তালিবান আফগান মহিলাদের ক্রিকেট খেলতে বাধা দিচ্ছে তাহলে তারা আফগানিস্তানের সঙ্গে টেস্ট খেলবে না।
তারা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, “ক্রিকেট সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার। এটা এমন একটা খেলা যেটা সবাই খেলতে পারে। যে কোনও স্তরে মেয়েদের ক্রিকেট খেলাকে আমরা সমর্থন করি।”

IMG 20210909 121337

শুধু তাই নয় ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আরও বলা হয়েছে, “যদি সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট নিশ্চিত হয় যে আফগানিস্তানে মহিলাদের ক্রিকেটকে সমর্থন করা হবে না। তাহলে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে হোবার্টে প্রস্তাবিত টেস্ট ম্যাচ বাতিল করা ছাড়া আর কোন বিকল্প থাকবে না।” তালিবান শুরু থেকেই বলে আসছে এবার তারা নারীদের অনেক বেশি স্বাধীনতা দেবে। তাদের কাজ ও পড়াশোনার অনুমতি দেবে। কিন্তু খেলার ব্যাপারে তাদের এই কট্টর মানসিকতাই বুঝিয়ে দিল ‘হাতির খাওয়ার দাঁত আলাদা দেখানোর আলাদা’। জানা গিয়েছে আইসিসিও পরের বৈঠকে এ নিয়ে আলোচনা করবে।

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর