৩১ আগস্টের মধ্যে কাবুল না ছাড়লে ফল ভুগতে হবে, আমেরিকাকে খোলা হুমকি তালিবানের

বাংলা হান্ট ডেস্কঃ মার্কিন সৈন্য আফগানিস্তান থেকে সরার পরেই ফের একবার সেদেশে সক্রিয় হয়ে উঠেছিল তালিবান। শেষ পর্যন্ত আফগান সেনাকে হারিয়ে ক্ষমতাও দখল করেছে তারা। তবে মার্কিন সৈন্য আফগানিস্তানের অন্যান্য এলাকা থেকে সম্পূর্ণভাবে সরে গেলেও কাবুল বিমানবন্দরে এখনও মোতায়েন রয়েছে ৫০০০ মার্কিন সৈন্য। আপাতত রেসকিউ মিশনের কাজ করছে তারা। রেসকিউ মিশনে একদিকে যেমন সরানো হচ্ছে মার্কিন কর্মীদের। তেমনই এয়ার লিফটের মাধ্যমে সরিয়ে নেওয়া হচ্ছে বেশ কিছু আফগান শরণার্থীকেও।

ইতিমধ্যেই আমেরিকা এবং ন্যাটো মিত্র দেশগুলি প্রায় ২৮ হাজার নাগরিককে দেশের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উদ্ধার করেছে। এবার সরাসরি আমেরিকাকে এ বিষয়ে খোলা হুমকি দিল তালিবান। তালিবানের প্রবক্তা সাহেল শাহিন জানিয়েছেন, আগামী ৩১ আগস্টের মধ্যে উদ্ধার কার্য সমাপ্ত করে দেশ ছাড়তে হবে আমেরিকান সৈন্যকে। এটাই তাদের জন্য শেষ ডেটলাইন। এরমধ্যে দেশ ছাড়লে তার ফল ভুগতে হবে আমেরিকাকে। প্রসঙ্গত উল্লেখ্য গত ২৪ ঘন্টায় আমেরিকা প্রায় ৩ হাজার ৯০০ মানুষকে সরিয়ে নিয়ে গিয়েছে।

তবে আমেরিকান রাষ্ট্রপতি জো বাইডেন আগেই জানিয়েছিলেন ৩১ আগস্টের মধ্যে কাজ শেষ না হলে, রেসকিউ মিশন চালিয়ে যেতে পারে মার্কিন সেনা। সেই সূত্র ধরেই এবার তাদের খোলা হুমকি দিল তালিবান। প্রসঙ্গত, শুধু মার্কিন নয় অন্যান্য ন্যাটো দেশের সৈন্যরাও উদ্ধার কাজের জন্য এখন রয়েছে কাবুল বিমানবন্দরে। একদিকে মুখে যখন শান্তির বার্তা প্রচার করছে তালিবান, তারা জানাচ্ছে তাদের দেশে এসে কাজ করতে পারে অন্য দেশগুলি, এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না তারা, তখনই আবার এ ধরনের হুমকি দেওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠল এ নিয়ে কোন সন্দেহ নেই।

taliban 3a

অবশ্য এখনও আমেরিকা তরফে এ বিষয়ে কোনও আধিকারিক বয়ান আসেনি। তবে এই হুমকি কি ভালো চোখে দেখবে আমেরিকা? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। অন্যদিকে তালিবান শাসনের প্রতি আস্থা হারিয়েই লাগাতার পলায়ন শুরু করেছেন আফগান নাগরিকরা। এখন আমেরিকান সৈন্য কাবুল বিমানবন্দর ছাড়ার পর তাদের পরিস্থিতি কেমন হয়, সেদিকেও নজর থাকবে সকলের।

 

Abhirup Das

সম্পর্কিত খবর