ভারতের চাপে পিছু হটল তালিবান, গুরুদ্বারে পুনর্প্রতিষ্ঠা করল নিশান সাহিবকে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ আফগানিস্তানে থালা সাহিব (tahla sahib) গুরুদ্বারে (gurudwara) নিশান সাহিবকে (nishan sahib) সরানোর বিষয়ে আন্তর্জাতিক চাপের মুখে নতি স্বীকার করে নিয়েছে তালিবানরা (Taliban)। গুরুদ্বার নিশান সাহিবকে সরিয়ে দেওয়ার পর, এই বিষয়ে ভারত তীব্র বিরোধীতা করেছিল। এখন চাপের মুখে পড়ে এই সংস্থা সম্পূর্ণ সম্মানের সঙ্গে থালা সাহিব গুরুদ্বারে দ্বিতীয়বার নিশান সাহিবকে প্রতিষ্ঠিত করেছে।

তালিবান সন্ত্রাস জারি রয়েছে আফগানিস্তানে। গতকাল অর্থাৎ শুক্রবার পাখতিয়া প্রদেশের গুরুদুয়ারা থেকে নিশান সাহিবকে সরিয়ে দিয়েছিল তালিবানরা। এই ঘটনার তীব্র বিরধীতা করেছিল ভারত সরকার। সূত্রের খবর, ভারতের আপত্তি প্রদর্শিত হওয়ার পরই তালিবানরা সেখানে গিয়ে আবারও গুরুদ্বারে নিশান সাহিবকে প্রতিষ্ঠা করে আসে।

এবিষয়ে গুরুদ্বারের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, গতকাল থালা সাহিব গুরুদ্বারে নিশান সাহিবকে সরানোর পর কিছু তালিবান সেখানে আসে। তাঁরা আবারও নিশান সাহিবকে প্রতিষ্ঠা করে দিয়ে যায়। সেইসঙ্গে তাঁদের ফোন নম্বর দিয়ে বলে যায়, ভবিষ্যতে যেন এই ধরণের ঘটনা ঘটলে তাঁদের খবর দেওয়া হয়।

বর্তমান সময়ে আফগানিস্তানের অবস্থা প্রায় সকলেরই জানা। কিভাবে তালিবানরা সেখানকার সরকারকে নাড়িয়ে দিয়ে একের পর এক প্রদেশ দখল করে নিচ্ছে। এই পরিস্থিতিতে সেখানে মার্কিন সেনা মোয়াতেন থাকায় কিছুটা শান্তি থাকলেও, আমেরিকা সৈন্য সরিয়ে নিতেই আবারও আগের পরিস্থিতি তৈরি হয়েছে।

তবে এই পরিস্থিতিতে, কয়েক সপ্তাহ আগে যে যে তালিবান মুখপত্ররা অভিযোগ করেছিল, ভারতের দেওয়া হাতিয়ার দিয়ে সাধারণ নাগরিক এবং তালিবানদের উপর হামলা করেছে আফগান সেনাবাহিনী, এখন তারাই বলছে, ‘আমরা ভারতের কোন প্রকল্প নষ্ট করব না। ভারত শুধুমাত্র আফগান সরকারকে সমর্থন করা বন্ধ করে দিক’। কারণ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি পদ পেয়েছে ভারত। সেই কারণেই ভারতকে কিছুটা সমঝে চলছে তালিবানরা।

সম্পর্কিত খবর

X