বাবুল সুপ্রিয়র দল ছাড়ার ঘোষণা করার পর প্রথমবার মুখ খুললেন দিলীপ ঘোষ

বাংলা হাট ডেস্কঃ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ইতিমধ্যেই বিজেপি (BJP) ছেড়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। আজ ফেসবুক পোস্টে ‘আলবিদা’ লিখে কার্যত নিজের মতামত সকলের সামনে প্রকাশ করেন বাবুল। উঠে আসে তার রাজনৈতিক জীবনের একদম শুরুর দিকের কথাও। উঠে আসে দলীয় নেতাদের সঙ্গে মতভেদের প্রসঙ্গও। নিজের রাজনৈতিক জীবনের ইতি টানতে টানতে তিনি এও লেখেন বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে কিভাবে মতভেদ চলছিল তার।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে বাবুলের মতভেদের কথা কারও অজানা নয়। এর আগেও নানা প্রসঙ্গে তা বারবার সামনে এসেছে। অথচ নিজের ফেসবুক পোস্টে যখন দল ছেড়ে যাবার কথা লিখলেন বাবুল, তার কিছুই জানেন না বলে দাবি করলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সরাসরি বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, “বাবুল কি ইস্তফা দিয়েছেন এখনও? উনি এখনও আমাদের সহকর্মীই।”

যদিও নিজের পোস্টে বাবুল আজ কোন দ্বন্দ্বই গোপন করেননি, একদিকে যেমন তিনি সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন সকলকে। তেমনই আবার তুলে এনেছেন, দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে দ্বন্দ্বের কথা। সরাসরি নাম না করলেও ইঙ্গিত যে দিলীপ ঘোষের দিকেই তা বলাই বাহুল্য।

নিজের ফেসবুক পোস্টে এদিন বাবুল লেখেন “আরেকটা কথা.. ভোটের আগে থেকেই কিছু কিছু ব্যাপারে রাজ্য নেতৃত্বের সাথে মতান্তর হচ্ছিল – তা হতেই পারে কিন্তু তার মধ্যে কিছু বিষয় জনসমক্ষে চলে আসছিলো | তার জন্য কোথাও আমি দায়ী (একটি ফেসবুক পোস্ট করেছিলাম যা পার্টির শৃংখলাভঙ্গের পর্যায়েই পড়ে) আবার কোথাও অন্য নেতারাও ভীষণভাবে দায়ী, যদিও কে কতটা দায়ী সে প্রসঙ্গে আমি আজ আর যেতে চাইনা – কিন্তু Senior নেতাদের মতানৈক্য ও কলহে পার্টির ক্ষতি তো হচ্ছিলই, ‘গ্রাউন্ড জিরো’-তেও পার্টির কর্মীদের মনোবলকে যে তা কোনোভাবেই সাহায্য করছিলো না তা বুঝতে ‘রকেট বিজ্ঞান’-এর জ্ঞানের দরকার হয়না | এই মুহূর্তে তো তা একেবারেই অনভিপ্রেত তাই আসানসোলের মানুষকে অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে আমিই সরে যাচ্ছি |”dilip babul

কিন্তু এসব কথার কিছুই জানেন না বলে কার্যত দাবি করলেন দিলীপ। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, বাবুল এখনও সহকর্মী। এখন আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সে দিকেই নজর থাকবে সকলের।

 

Abhirup Das

সম্পর্কিত খবর