বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনে (Loksabha Election) বঙ্গে বিজেপির ভরাডুবির মাঝেও তৃণমূলের ‘ছোকরা’ দেবাংশুকে হারিয়ে তমলুক লোকসভা কেন্দ্র থেকে ৭৭ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই বিচারপতির পদ ত্যাগ করে বিজেপিতে নাম লেখান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর বিপুল ভোটে জিততেই শোনা যাচ্ছে মন্ত্রী হচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি।
রবিবার ৯ জুন সন্ধ্যা ৭টা বেজে ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। NDA জোটের শরিকরা দাবি জানালেও স্বরাষ্ট্র, অর্থ, বিদেশ, প্রতিরক্ষা- এই ‘কোর ফোর গ্রুপ’ নিজের হাতেই রাখবে বিজেপি। এমনটাই জানা যাচ্ছে। এদিকে এরই মাঝে খবর, বাংলা থেকে এবার মন্ত্রিসভায় ২ জন থাকতে চলেছেন!
ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের সঙ্গে টেলিফোনে অমিত শাহ কথা বলেছেন বলে জানা যাচ্ছে। ফোনেই বাংলা থেকে ২ জনকে মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে। যার মধ্যে নাম রয়েছে উত্তরবঙ্গ থেকে মনোজ টিগ্গা ও দক্ষিণবঙ্গ থেকে অভিজিৎ গাঙ্গুলির। এই দুজনেকেই মন্ত্রী করার প্রস্তাব দিয়েছে রাজ্য বিজেপি। তাদের মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম প্রায় ফাইনাল বলেই শোনা যাচ্ছে। ইতিমধ্যেই তিনি দিল্লি পৌঁছেছেন।
আরও পড়ুন: DA অতীত! ভোটে জিতেই সরকারি কর্মীদের বড় উপহার, এবার মিলবে কয়েক লক্ষের সুবিধা
‘অধিকারী গড়’ হিসেবে খ্যাত তমলুকে (Tamluk) গেরুয়া শিবিরকে জয় এনে দিয়েছেন প্রাক্তন বিচারপতি। লোকসভা ভোটে বঙ্গ বিজেপি প্রার্থীদের মধ্যে তার নাম ছিল সর্বাধিক চর্চায়। প্রতিদ্বন্দ্বি দেবাংশু ভট্টাচার্যকে ‘ডেপো ছোকরা’ বলে কটাক্ষ করেছিলেন অভিজিৎ। পাল্টা বিজেপি প্রার্থীকে ‘দাদু’ বলেছিলেন দেবাংশু। সেই দাদুর কাছেই হারতে হয়েছে ‘নাতি’ দেবাংশুকে। শুভেন্দুর জমিতে ফের বিরাট জয় পেয়েছে বিজেপি। এবারেও ‘অধিকারী গড়’এ পরাজিত হয়েছে রাজ্যের শাসকদল।