বাংলাহান্ট ডেস্ক: প্রকাশ্যে এল ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়ার’ ছবির দ্বিতীয় ট্রেলার। প্রায় তিন মিনিটের এই ট্রেলারে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুসপষ্ট ভাবে ফুটে উঠেছে তানহাজি মালুসারে অর্থাৎ মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজির সেনাপতির বীরত্বের নিদর্শন। সাধারনত অন্যান্য ছবিতে ট্রেলার থেকে পুরো কাহিনিটার আঁচ পাওয়া গেলেও আসল চমক পর্দার আড়ালেই রাখা হয়। কিন্তু এই ছবির ক্ষেত্রে তেমনটা করা হয়নি। অবশ্য তাতে যে ছবিটা দেখার উৎসাহে কমতি ঘটবে তা কিন্তু নয়, বরং এই ট্রেলার সেই দেখার ইচ্ছার আগুনে ঘৃতাহুতি দেয়।
ছত্রপতি শিবাজির বীর সেনাপতি তানহাজিই এই ছবির প্রধান চরিত্র। এই চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ। শিবাজির শাসনকালে কোন্ধানার সিংহগড় দুর্গ আক্রমণ করেন দুর্গেরই দ্বাররক্ষক উদয় ভান। যুদ্ধে নিজের প্রাণ দিয়ে দুর্গ রক্ষা করেন তানহাজি। তাঁর মৃত্যুর পর তাঁর বীরত্বের প্রতি সম্মান জানিয়ে শিবাজি দুর্গের নামকরণ করেন সিংহগড় অর্থাৎ ‘সিংহের দুর্গ’।
ট্রেলারে স্বল্প সময়ের জন্য শিবাজির চরিত্রে শরদ কেলকরের ঝলক দেখা গেলেও মূল আকর্ষণ অবশ্যই অজয় তথা তানহাজি। তবে উদয় ভানের চরিত্রে সইফ আলি খানও যথেষ্ট প্রশংসার দাবীদার। তানহাজির স্ত্রী সাবিত্রীবাঈ মালুসারের ভূমিকায় রয়েছেন কাজল।
এর আগে প্রথম ট্রেলার মুক্তির পর দর্শকদের উন্মাদনাই বুঝিয়ে দিয়েছিল এই ছবির ভবিষ্যতের কথা। ‘শিবায়’ এর পর ফের একটা অন্যরকম চরিত্রে অজয়কে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা। আগামী বছর ১০ জানুয়ারি মুক্তি পাবে ‘তানহাজি’। উল্লেখ্য ওই একই দিনে মুক্তি পাওয়ার কথা দীপিকা পাডুকোনের ‘ছপক’ এরও।