কানে নেয়নি দলের সতর্কবাণী, নির্দলে নাম লেখানোয় তনিমা, সচ্চিদানন্দদের বহিষ্কার করল তৃণমূল

বাংলাহান্ট ডেস্কঃ কানে নেয়নি দলের সতর্কবাণী, অগত্যা প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায় (Tanima Chatterjee) এবং সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করল তৃণমূল (tmc)। প্রার্থী করার পরও বাদ দেওয়া হয় তনিমা চট্টোপাধ্যায়ের নাম। যার কারণে ৬৮ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তনিমা চট্টোপাধ্যায়। প্রতীক নিয়েছেন জোড়া পাতা।

অন্যদিকে দলের বিরুদ্ধে কিছুটা ক্ষোভ তৈরি হওয়ায় ৭২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। এবার এই দুজনকেই বহিষ্কার করল তৃণমূল।

IMG 20210920 090746

বিষয়টা হল, তৃণমূলের প্রার্থী তালিকায় ৬৮ নম্বর ওয়ার্ডে প্রথমে নাম ছিল তনিমা চট্টোপাধ্যায়ের। নাম প্রকাশ পাওয়ার পর প্রচারও শুরু করে দিয়েছিলেন তিনি। কিন্তু প্রতীক আনতে গেলে, তাঁকে বলা হয় এই ওয়ার্ডে কিছু সমস্যার কারণে, প্রতীক পরে দেওয়া হবে। পরে আর কই? তারপর দেখা যায়, তাঁর পরিবর্ততে ওই ওয়ার্ডে প্রার্থী করা হয় সুদর্শনা মুখোপাধ্যায়কে। মনে একরাশ ক্ষোভ নিয়ে দল ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন সুব্রত মুখোপাধ্যায়ের বোন।

জানা যায়, তনিমা চট্টোপাধ্যায়কে প্রার্থী করার পর ওই পদে নিজে দাঁড়ানোর জন্য খুব জোরাজুরি করছিলেন সুদর্শনা মুখোপাধ্যায়। অবশেষে তাঁর কথা ভেবেই তনিমা চট্টোপাধ্যায়ের প্রার্থী পদ বাতিল করা হয় এবং টিকিট দেওয়া হয় সুদর্শনা মুখোপাধ্যায়কে।

অন্যদিকে সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও খানিকটা এমন ঘটনা ঘটায় দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ান তিনি। এবার তাঁদের দুজনকেই বহিষ্কার করে যেন গোটা দলকেই বার্তা দিতে চাইল তৃণমূল, এমনটা মনে করছেন রাজনীতিবিদরা।

Smita Hari

সম্পর্কিত খবর