নিজের লোকেদেরই ভয় পাচ্ছে চিন, ব্যাঙ্কে প্রবেশ ঠেকাতে দাড় করাল ট্যাংক সহ সেনা! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একবার খবরের শিরোনামে উঠে এল চিন (China)। এমনিতে, জিনপিংয়ের দেশ বিশ্বের মাঝে নিজেকে শক্তিশালী হিসেবে দেখানোর চেষ্টা করলেও এবার তাঁর দেশেই উঠে এল এক ভিন্ন চিত্র। পাশাপাশি, দেশের বাসিন্দাদের ক্ষোভও ক্রমশ প্রকাশিত হচ্ছে। জানা গিয়েছে, বর্তমান সময়ে চিনে রিয়েল এস্টেট থেকে শুরু করে ব্যাঙ্কিং ব্যবস্থা সবকিছুই বিপর্যস্ত হয়ে গিয়েছে।

শুধু তাই নয়, ইতিমধ্যেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষ প্রতিবাদে রাস্তায় নামছেন। যদিও, তাঁদের সেই প্রতিবাদকে থামিয়ে দিতে উঠে পড়ে লেগেছে প্রশাসন। পাশাপাশি, সেই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে নেটমাধ্যমে। যেখানে দেখা গিয়েছে, বিক্ষোভরত জনসাধারণকে ব্যাঙ্কে ঢুকতে বাধা দিতে একের পর এক ট্যাঙ্ক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে।

ভাইরাল হল ভিডিও: জানা গিয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি হেনান প্রদেশের। যেটিতে পুলিশের পাশাপাশি ট্যাঙ্কের সারি উত্তেজিত জনতাকে থামিয়ে রাখতে তৎপর হয়ে উঠেছে। মূলত, ব্যাঙ্ক থেকেই তাঁদের দূরে সরিয়ে রাখা হচ্ছে। এদিকে, প্রতিবাদরত মানুষদের সামনে ট্যাঙ্কের সারির এই ভয়াবহতা দেখে সামাজিক মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়।

ব্যবহারকারীরা তিয়ানমেনের ঘটনার সাথে তুলনা করছেন: এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় তিয়ানমেন স্কোয়ার ২ নামের একজন ব্যবহারকারী রাস্তায় এই ট্যাঙ্ক মোতায়েনের দৃশ্য দেখে এটিকে তিয়ানমেন স্কোয়ারের ঘটনার সাথে তুলনা করেছেন। যেখানে তিনি লিখেছেন, “ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে”। প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৯৮৯ সালে, তিয়ানমেন স্কোয়ারে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন জনগণরা। সেই সময় সেনাবাহিনী বিক্ষোভকারীদের ওপর ট্যাঙ্ক হামলা চালায়। চিনা মিডিয়ার মতে, এই ঘটনায় প্রায় ৩,০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। যদিও, ইউরোপিয় মিডিয়া ১০ হাজার গণহত্যার দাবি জানিয়েছিল।

মানুষ কেন রাজপথে? মূলত, চিনের এই সমস্যাটি চলতি বছরের এপ্রিল মাস থেকে শুরু হয়। এই প্রসঙ্গে সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, চিনের বেশিরভাগ ব্যাঙ্কের অবস্থা এখন ভালো নয়। পাশাপাশি, সেখানকার ব্যাঙ্কগুলিতে বড় ধরনের কেলেঙ্কারি হয়েছে বলে দাবি করা হচ্ছে। এছাড়াও বলা হচ্ছে, ব্যাঙ্কে জমা রাখা সাধারণ মানুষের ৪০ বিলিয়ন ইউয়ান অর্থাৎ প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার উধাও হয়ে গেছে।

শুধু তাই নয়, ওই প্রতিবেদনে আরও বলা হয় যে, হেনান ও আনহুই প্রদেশের বাসিন্দাদের প্রথমে “সিস্টেম আপগ্রেড”-এর অজুহাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে বাধা দেওয়া হয়েছিল। তারপর থেকে, ইঝোউ সিনমিনশেং ভিলেজ ব্যাঙ্ক, সাংকাই হুইমিন কাউন্টি ব্যাঙ্ক, ঝেচেং হুয়াংহুই কমিউনিটি ব্যাঙ্ক এবং হেনান প্রদেশের নিউ ওরিয়েন্টাল কান্ট্রি ব্যাঙ্ক ছাড়াও পার্শ্ববর্তী আনহুই প্রদেশের গুজেন সিনহুয়াইহে ভিলেজ ব্যাঙ্কে ওই একই চাঞ্চল্যকর খবর পাওয়া যায়। এমতাবস্থায়, নিজেদের সঞ্চিত টাকা তোলার অনুমতি না পেয়ে বর্তমানে জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর