মা হবেন পর্দার ‘ভবতারিণী’, তনুশ্রীর সাধের অনুষ্ঠানের ছবি শেয়ার করলেন শ্রুতি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অপেক্ষার আর মাত্র কয়েক দিন। তারপরেই নতুন অতিথি আসবে অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্যের (tanushree bhattacharya) সংসারে। করুণাময়ী রাণী রাসমণির মা ভবতারিণী বাস্তব জীবনে মা হতে চলেছেন। অনেকদিন আগেই শুটিং থেকে বিরতি নিয়ে বাড়িতে বিশ্রামে রয়েছেন তনুশ্রী। শুক্রবার হল অভিনেত্রীর সাধের অনুষ্ঠান।

লাল টুকটুকে শাড়ি, সাদা লালের মিশেলে হাকোবা ব্লাউজ, সোনার গয়নায় সেজে সাধ খেলেন হবু মা। একেবারে লক্ষ্মী ঠাকুরের মতোই লাগছিল তাঁকে এদিন। ইন্ডাস্ট্রির কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনরা উপস্থিত ছিল তনুশ্রীর সাধ ভক্ষণ অনুষ্ঠানে। এসেছিলেন অভিনেত্রীর প্রিয় বান্ধবী শ্রুতি দাস, রাণী রাসমণির সহ অভিনেতা অভিনেত্রীরাও। এদিনের বেশ কিছু ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রুতি।


এর আগে বেবি বাম্প নিয়ে প্রকাশ‍্যে এসেছিলেন তনুশ্রী। নীল গাউন পোশাকে হাসিমুখে লেন্সবন্দি হয়েছিলেন তিনি। দুহাতে আলতো করে ধরে রেখেছেন বেবি বাম্প। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমার মধ‍্যে একটা প্রাণ বেড়ে উঠছে। এই উপহারটাই জীবনের সব থেকে বড় আশ্চর্য। হ‍্যাঁ, ও বেড়ে উঠছে।’

শুটিংয়ের শেষ দিনে সেটে রাসমণির টিমের তরফে একটি ছোটখাট আয়োজন করা হয়েছিল। মাতৃত্বের আগাম শুভেচ্ছা জানিয়ে তনুশ্রীকে দেওয়া হয় ফুলের বোকে, চকোলেট। আপ্লুত তনুশ্রী সেই ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টা হ‍্যান্ডেলে।

তনুশ্রীর ছবিতে দেখা গিয়েছে, তিনি মাঝে দাঁড়িয়ে। পাশে পর্দার রামকৃষ্ণ ওরফে সৌরভ সাহা। রয়েছেন সারদামণি, হৃদয়রাম। ক‍্যাপশনে তনুশ্রী লিখেছেন, ‘এমন একটা টিম পাওয়ার জন‍্য আমি ধন‍্য। এই পরিবারের সদস‍্য হতে পেরে আমি সত‍্যিই কৃতজ্ঞ।’ করুণাময়ী রাণী রাসমণি ও জি বাংলাকে ধন‍্যবাদ জানিয়েছেন তনুশ্রী।

https://www.instagram.com/p/CUw-ilMv1W8/?utm_medium=copy_link

অভিনেত্রী আরো জানান, সন্তানসম্ভবা হওয়ার পর থেকে যতদিন পর্যন্ত তিনি কাজ করেছেন টিমের প্রত‍্যেকেই তাঁর স্বাস্থ‍্য ও সুরক্ষার প্রতি খেয়াল রেখেছেন। মা হওয়ার ছয় মাস পর থেকেই নিজেকে তিনি গ্রুম করতে শুরু করবেন বলেও জানান তনুশ্রী। তারপরেই ফিরবেন অভিনয়ে।

২০১৩ সালে তনুশ্রীর অভিনয় জীবনে পদার্পণ। তবে মা ভবতারিণীর চরিত্রে প্রায় এক বছর হয়েছে তাঁর। গত বছর লকডাউনের আগেই এই চরিত্রে অভিনয় করা শুরু করেন তিনি। অভিনেত্রী বলেন, মায়ের আশীর্বাদেই এই চরিত্রটি পেয়েছেন তিনি। মা ভবতারিণী ছাড়াও কি করে বলব তোমায় সিরিয়ালে সোহিনী ম‍্যাডামের চরিত্রেও অভিনয় করছিলেন তনুশ্রী।

সম্পর্কিত খবর

X