সংসার বড় হচ্ছে পর্দার মা ভবতারিণীর, বেবি বাম্প নিয়ে প্রথম বার প্রকাশ‍্যে এলেন তনুশ্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুখবর জানিয়ে বেশ কিছুদিন আগেই ‘করুণাময়ী রাণী রাসমণি’ থেকে বিদায় নিয়েছেন মা ভবতারিণীর চরিত্রাভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য (tanushree bhattacharya)। এবার তিনি নিজেই মা হতে চলেছেন বাস্তব জীবনে। তাঁর পরিবার বড় হতে চলেছে। তাই আপাতত সুরক্ষার জন‍্য কিছুদিনের বিরতি নিয়েছেন তনুশ্রী। এবার প্রথম বারের জন‍্য বেবি বাম্প নিয়ে প্রকাশ‍্যে এলেন অভিনেত্রী।

এদিন নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন তিনি। নীল গাউন পোশাকে হাসিমুখে লেন্সবন্দি হয়েছেন তনুশ্রী। দুহাতে আলতো করে ধরে রেখেছেন বেবি বাম্প। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমার মধ‍্যে একটা প্রাণ বেড়ে উঠছে। এই উপহারটাই জীবনের সব থেকে বড় আশ্চর্য। হ‍্যাঁ, ও বেড়ে উঠছে।’


কমেন্ট বক্স উপচে পড়েছে তনুশ্রীর সতীর্থ এবং অনুরাগীদের ভালবাসায়। কমেন্ট করেছেন সম্পূর্ণা মণ্ডল, গীত রায়, শ্রুতি দাস, দিয়া চক্রবর্তীরা। রাসমণির ছোট মেয়ে লিখেছেন, ‘মিষ্টি’। সঙ্গে হৃদয়ের ইমোজি। আদর দিয়েছেন রাসমণির বড় মেয়ে পদ্মও। অনুরাগীরা শুভেচ্ছা জানিয়ে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন পর্দার ভবতারিণীকে।

https://www.instagram.com/p/CT9vqMph4JZ/?utm_medium=copy_link

শুটিংয়ের শেষ দিনে সেটে রাসমণির টিমের তরফে একটি ছোটখাট আয়োজন করা হয়েছিল। মাতৃত্বের আগাম শুভেচ্ছা জানিয়ে তনুশ্রীকে দেওয়া হয় ফুলের বোকে, চকোলেট। আপ্লুত তনুশ্রী সেই ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টা হ‍্যান্ডেলে।


তনুশ্রীর ছবিতে দেখা গিয়েছে, তিনি মাঝে দাঁড়িয়ে। পাশে পর্দার রামকৃষ্ণ ওরফে সৌরভ সাহা। রয়েছেন সারদামণি, হৃদয়রাম। ক‍্যাপশনে তনুশ্রী লিখেছেন, ‘এমন একটা টিম পাওয়ার জন‍্য আমি ধন‍্য। এই পরিবারের সদস‍্য হতে পেরে আমি সত‍্যিই কৃতজ্ঞ।’ করুণাময়ী রাণী রাসমণি ও জি বাংলাকে ধন‍্যবাদ জানিয়েছেন তনুশ্রী।

অভিনেত্রী আরো জানান, সন্তানসম্ভবা হওয়ার পর থেকে যতদিন পর্যন্ত তিনি কাজ করেছেন টিমের প্রত‍্যেকেই তাঁর স্বাস্থ‍্য ও সুরক্ষার প্রতি খেয়াল রেখেছেন। মা হওয়ার ছয় মাস পর থেকেই নিজেকে তিনি গ্রুম করতে শুরু করবেন বলেও জানান তনুশ্রী। তারপরেই ফিরবেন অভিনয়ে।

২০১৩ সালে তনুশ্রীর অভিনয় জীবনে পদার্পণ। তবে মা ভবতারিণীর চরিত্রে প্রায় এক বছর হয়েছে তাঁর। গত বছর লকডাউনের আগেই এই চরিত্রে অভিনয় করা শুরু করেন তিনি। অভিনেত্রী বলেন, মায়ের আশীর্বাদেই এই চরিত্রটি পেয়েছেন তিনি। মা ভবতারিণী ছাড়াও কি করে বলব তোমায় সিরিয়ালে সোহিনী ম‍্যাডামের চরিত্রেও অভিনয় করছিলেন তনুশ্রী।

সম্পর্কিত খবর

X