তনুশ্রীর নতুন সংসার, জর্জিয়াতে ক্রিসমাস উদযাপনের ভিডিও শেয়ার অভিনেত্রীর

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই বিয়ে সেরেছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty)। বছর শেষ হওয়ার আগেই আচমকা বিয়ের পিঁড়িতে বসে চমকে দিয়েছেন সমগ্র টলিপাড়াকে। বিদেশে কর্মরত এনআরআই পাত্রকে বিয়ে করেছেন তিনি। লাস ভেগাসে বিয়ের পর থেকে আর দেশে ফেরেননি তনুশ্রী। বিদেশেই সংসার পেতেছেন তিনি। এবার জর্জিয়া থেকে ক্রিসমাস স্পেশ্যাল ভিডিও শেয়ার করলেন তনুশ্রী।

বিদেশে ক্রিসমাস উদযাপন তনুশ্রীর (Tanushree Chakraborty)

বড়দিনের জন্য জর্জিয়ার বাড়িতে ক্রিসমাস ট্রি সাজানোর ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। বিদেশে নিজের বাড়ি সুন্দর করে সাজিয়ে তুলেছেন তনুশ্রী। তবে ভিডিওতে অভিনেত্রীর স্বামীকে দেখা যায়নি। তনুশ্রীর কথায়, তাঁরা দুজনেই ব্যক্তিগত জীবন বিশেষ সামনে আনতে পছন্দ করেন না।

Tanushree Chakraborty shared Christmas video

হঠাৎ বিয়ে অভিনেত্রীর: গত নভেম্বরেই লাস ভেগাসে রূপকথার মতো বিয়ে সেরেছেন তনুশ্রী। স্বামী সুজিত বসু বাঙালি হলেও পুরোদস্তুর এনআরআই। দীর্ঘ ২৮ বছর ধরে আমেরিকাতেই রয়েছেন তিনি। পেশায় আটলান্টা বেসড আইটি প্রফেশনাল, টেকনোলজিস্ট। জানা গিয়েছে, এক বন্ধুর মাধ্যমেই আলাপ তনুশ্রী (Tanushree Chakraborty) সুজিতের। গত পাঁচ মাস ধরে নাকি সম্পর্কে ছিলেন দুজনে। তবে বিয়েটা একেবারেই অনভিপ্রেত তনুশ্রীর কাছে। অভিনেত্রীকে রীতিমতো সারপ্রাইজই দিয়েছেন সুজিত।

আরও পড়ুন : বড়দিনে মেট্রোয় বিশেষ নিরাপত্তা! যাত্রী সুরক্ষায় একগুচ্ছ উদ্যোগ কলকাতা মেট্রোর

কবে ফিরবেন দেশে: লাস ভেগাসে ছুটি কাটাতে গিয়েছিলেন তনুশ্রী। ওদিকে সুজিত বিয়ের সমস্ত আয়োজনই সেরে রেখেছিলেন। অগত্যা ‘ওঠ ছুঁড়ি তোর বিয়ে’। বাবা মাকে ভিডিও কলে রেখেই বিয়ে সারেন তনুশ্রী।

আরও পড়ুন : কুয়াশার কারণে ট্রেন লেট, কাজের দফারফা, আদৌ মিলবে টাকা ফেরত?

সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানিয়েছিলেন, আপাতত দুই দেশেই সুবিধা মতো থাকবেন তিনি। তবে কাজ ছাড়বেন না। তনুশ্রী বলেন, পাঁচ মাসেই পরস্পরের খুব কাছাকাছি চলে এসেছিলেন তাঁরা। ভেবেছিলেন দেশে ফিরেই বিয়ে সারবেন। কিন্তু তার আগেই হয়ে গেল হঠাৎ। তাঁর স্বামী তাঁর কাজকে খুব সম্মানও করেন বলে জানান তনুশ্রী।