বাংলাহান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। হারের পরেই ফেরার অভিনয়ের ফিরেছেন। সংক্ষিপ্ত রাজনৈতিক কেরিয়ার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee)। অথচ এর মধ্যেই একাধিক বার কুরুচিকর কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। একবার দলে যোগ দেওয়ার ঠিক পরপর। দ্বিতীয় বার বিজেপি ছাড়ার পর আর এখন আবারো। তিনবারই অভিনেত্রীকে অশ্লীল কটাক্ষে বিঁধেছেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)।
সম্প্রতি বিজেপি থেকে ফের তৃণমূলে এসেছেন জয়প্রকাশ মজুমদার। এই ঘটনাতেও শ্রাবন্তীকেই ব্যঙ্গ করেছেন তথাগত রায়। কুরুচিকর ইঙ্গিত করে তাঁর বক্তব্য, ‘শ্রাবন্তীই সবচেয়ে চালাক। যা দেবার অকাতরে দিয়েছে, যা পাবার পেয়েছে, তারপর পেশায় প্রত্যাবর্তন, বাই বাই রাজনীতি!’
এই কটুক্তির এক লাইনেই জবাব দিয়েছেন শ্রাবন্তী। বিজেপি নেতার সু্স্থতা কামনা করেছেন তিনি। তবে বান্ধবীর পাশে দাঁড়িয়ে পালটা তীর ছুঁড়লেন একদা বিজেপিতে থাকা অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty)। তাঁর প্রশ্ন, তথাগতবাবুর মা ও তো একজন নারী। সেটা কী তিনি ভুলে গিয়েছেন?
সংবাদ মাধ্যমে তনুশ্রীর বক্তব্য, সিনেমা সমাজ গঠন করে। ভাল পরিবর্তন আনে। তাই বিভিন্ন ক্ষেত্রেই অভিনেতা অভিনেত্রীদের ডাক পড়ে। যেকোনো অনুষ্ঠান, রাজনীতি সর্বত্রই অভিনেতা অভিনেত্রীদের প্রবেশ অবাধ। বিজেপি নেতার প্রতি তীব্র কটাক্ষ করে তনুশ্রী বলেন, তাঁদের অভিনীত চরিত্রগুলি মানুষের মনকে ছুঁয়ে যায়। তাঁদের অভিনীত চরিত্রগুলি জনপ্রিয় হয়। কিন্তু তার মানে এই নয় যে অভিনেতা অভিনেত্রীরা সহজলভ্য। উল্লেখ্য এর আগেও শ্রাবন্তী, পায়েল, তনুশ্রীদের মতো অভিনেত্রীকে প্রার্থী করা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তথাগত রায়। নির্বাচনের আগে হোলি উপলক্ষে একটি অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক মদন মিত্রর সঙ্গে তিন অভিনেত্রীর রঙ খেলা ও নাচ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তথাগত। এমনকি ‘নগরের নটী’ বলেও কটাক্ষ শানাতে ছাড়েননি তিনি।