কাপুর পরিবারের বধূ হওয়া হল না, নতুন বছরেই আদর হাতছাড়া তারা সুতারিয়ার

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (Bollywood) সম্পর্ক ভাঙাগড়া এখন অত‍্যন্ত স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। একসঙ্গে কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন নায়ক নায়িকা। কিন্তু বেশিরভাগ প্রেমই আসে মাত্র কয়েক বছরের মেয়াদ নিয়ে। সময়সীমা পেরোলেই সম্পর্ক ভেঙে নতুন সঙ্গী খুঁজে নেন বেশিরভাগ তারকাই। ২০২২ এ এমন একাধিক সম্পর্ক ভেঙেছে বলিউডে। ২০২৩ এও ব‍্যতিক্রম হল না। বছরের শুরুতেই আলাদা হয়ে গেলেন তারা সুতারিয়া (Tara Sutaria) এবং আদর জৈন (Aadar Jain)।

করিনা কাপুর খানের তুতো ভাই আদর। রিমা কাপুর এব‌ মনোজ জৈনের ছেলে তিনি। বলিউডে পা রাখলেও অভিনেতা হিসাবে এখনো তেমন কিছুই করে উঠতে পারেননি তিনি। কয়েকটি মাত্র ছবিতে কাজ করেছেন আদর। কাপুর পরিবারের সদস‍্য হওয়ায় অবশ‍্য ঠাঁটবাটের অন্ত নেই তাঁর।

tara sutariya aadar jain
বলিউডের তরুণ প্রজন্মের অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে আদরের ঘনিষ্ঠতার কথা কারোরই অজানা নয়। দুজনকে একাধিক বার একসঙ্গে দেখা গিয়েছে। কাপুর পরিবারের গেট টুগেদারেও দেখা মিলেছে তারার। এতকিছু সত্ত্বেও দুজনের কেউই সম্পর্কটা স্বীকার করেননি।

শেষমেষ নাকি ভেঙেই গিয়েছে দুজনের প্রেম। বলিপাড়ার অন্দরের খবর, দুজনের মিলিত সিদ্ধান্তেই আলাদা হয়ে গিয়েছেন তাঁরা। বিচ্ছেদের কারণ স্পষ্ট ভাবে জানা না গেলেও শোনা যাচ্ছে একে অপরের সিদ্ধান্তকে মান‍্যতা দিয়েই সরে গিয়েছেন তাঁরা।

দুজনের ঘনিষ্ঠ সূত্রের খবর, তারা এবং আদর দুজনেই যথেষ্ট পরিণত মনস্ক। সম্পর্কে থাকাকালীনও তাঁদের বিবাদের খবর তেমন পাওয়া যায়নি। বিচ্ছেদের পরেও তিক্ততা নয়, বরং সদ্ভাব বজায় রয়েছে দুজনের মধ‍্যে। ভবিষ‍্যতে একসঙ্গে থাকা না হলেও বন্ধু হয়ে থাকার সিদ্ধান্তই নাকি নিয়েছেন তারা এবং আদর।

প্রসঙ্গত, ছোটপর্দা দিয়ে কেরিয়ার শুরু করে বড়পর্দায় ডেবিউ করেন তারা সুতারিয়া। করন জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অফ দ‍্য ইয়ার ২’ ছবি দিয়ে সেলুলয়েডে পা রাখেন তিনি। তারপর থেকে একাধিক ছবিতে দেখা গিয়েছে তাঁকে। অন‍্যদিকে টুকটাক অভিনয়ের পাশাপাশি সহ পরিচালক হিসাবেও কাজ করেন আদর।

Niranjana Nag

সম্পর্কিত খবর