‘অনুরাগের ছোঁয়া’ আগাতেই স্লট হারাল ‘কার কাছে কই’! TRP-র হিসেব বদলে দিল স্টার জলসা, নয়া টপার কে?

বাংলা হান্ট ডেস্ক : প্রতি সপ্তাহেই কেউ এগিয়ে যায় তো কেউ আবার পিছিয়ে পড়ে। সিরিয়াল পাড়ার তারকারা যদিও এই প্রতিযোগিতার কথা মানতে চাননা, তবে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার যখন টিআরপি (Target Rating Point) নম্বর আসে, তখন প্রতিযোগিতার কথাই মাথায় আসে। কারণ এই TRP নম্বর দেখেই পরবর্তী সপ্তাহের এপিসোড সাজায় নির্মাতারা। চলুন চোখ বুলিয়ে নেওয়া যাক সাপ্তাহিক ফলাফলে।

একটা সময় লাগাতার টপ পজিশনে থাকলেও স্টার জলসার (Star Jalsha) জায়গা এখন অনেকটাই নিচে। চলতি সপ্তাহেও বেঙ্গল টপারের খেতাব ছিনিয়ে নিয়েছে জগদ্ধাত্রী (৮.৭)। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে রোহিত ফুলকির দুষ্টু মিষ্টি প্রেমকাহিনী ‘ফুলকি’ এবং ‘গীতা LLB’। প্রথম থেকেই ছক্কা হাঁকানো এই দুই মেগার দখলে রয়েছে (৮.১)। দীর্ঘ সময় পর দ্বিতীয় স্থান অবধি পৌঁছেছে স্টার জলসা।

একথা বলাই বাহুল্য যে, স্টার জলসার মান বাঁচিয়েছে গীতা এলএলবি। এরপরেই তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার নিম ফুলের মধু (৭.৮)। গত সপ্তাহে অনেকটাই পিছিয়ে পড়েছিল এই মেগা। তবে চলতি সপ্তাহে আবারও স্বমহিমায় ফিরে এসেছে পর্ণা সৃজনের জুটি (৭.৮)। চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার এককালীন টপার ‘অনুরাগের ছোঁয়া’। একসময় সেরা পাঁচ থেকে ছিটকে গেলেও তবে রূপা-র অ্যাক্সিডেন্টের পর থেকেই ধীরে ধীরে নম্বর বেড়েছে।

আরও পড়ুন : আবাস যোজনা থেকে ফ্রী-তে বিদ্যুৎ! বাজেটে মধ্যবিত্তের জন্য বড় ঘোষণা কেন্দ্র সরকারের

পাঁচ নম্বর স্থানে উঠে এসেছে স্টার জলসার অপর এক সিরিয়াল ‘কথা’ (৭.১)। অর্থাৎ এক থেকে পাঁচের মধ্যে তিনটি মেগাই স্টার জলসার। ষষ্ঠ নম্বরে যৌথভাবে রয়েছে সন্ধ্যাতারা এবং কোন গোপনে মন ভেসেছে (৬.৯)। এদিকে পরাগ হাসপাতালে যাওয়ায় আর শিমুলের ঘাড়ে তাঁকে খুন করার দোষ চাপার পর কমছে কার কাছে কই মনের কথা (৬.৭)-র নম্বরও। যেখানে অষ্টম স্থানের দখলদার হচ্ছে Love বিয়ে আজকাল (৬.৬)।

untitled design 2023 07 27t144214.358

রইল চলতি সপ্তাহের সম্পূর্ণ টিআরপি তালিকা :

1st •• জগদ্ধাত্রী ৮.৭
2nd •• ফুলকি / গীতা LLB ৮.১
3rd •• নিম ফুলের মধু ৭.৮
4th •• অনুরাগের ছোঁয়া ৭.২
5th •• কথা ৭.১
6th •• সন্ধ্যাতারা / কোন গোপনে মন ভেসেছে ৬.৯
7th •• কার কাছে কই মনের কথা ৬.৭
8th •• Love বিয়ে আজকাল ৬.৬
9th •• তোমাদের রাণী ৬.৫ / জল থই থই ভালোবাসা ৬.৫
10th •• তুমি আশেপাশে থাকলে ৬.১


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর