পিছিয়ে গেল ‘জগদ্ধাত্রী-নিম ফুলের মধু’, ভোটের বাজারে TRP তে বিরাট চমক

বাংলা হান্ট ডেস্ক : ভোটের আবহে বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপিতে (TRP) বড় পতন। সেইসাথে টিআরপি নম্বরেও (Target Rating Point) দেখা গেল বড় রদবদলও। আসলে বিগত কয়েক মাস ধরেই টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছিল জি বাংলার (Zee Bangla) ‘জগদ্ধাত্রী’। একধাক্কায় সেই স্থান দখল করে নিল জি বাংলার অপর এক ধারাবাহিক। সেই সাথে বাকি ধারাবাহিকের রেটিংও যেন নিম্নগামী।

গত দুই সপ্তাহ ধরেই তালিকায় পয়লা নম্বরে ছিল নিম ফুলের মধু। তবে এবার ‘নিম ফুলের মধু’কেও সরিয়ে দিল ‘ফুলকি’। ৮ পয়েন্ট নিয়ে তালিকার উপরে জায়গা করে নিয়েছে রোহিত-ফুলকির জুটি। মূলত রোহিতের গ্রেফতারির পর থেকেই দর্শকদের চোখের মণি হয়ে উঠেছে এই মেগা সিরিয়াল। অন্যদিকে ‘জগদ্ধাত্রী’র (৭.৮) জায়গা হয়েছে ৩ নম্বরে।

ওদিকে নিম ফুলের মধুর জায়গা হয়েছে দ্বিতীয় নম্বরে। এই মেগার ঝুলিতে এসেছে ৭.৯ পয়েন্ট। পর্ণা অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই খুশির হাওয়া গোটা দত্ত পরিবারে। কৃষ্ণার ধারণা, তার নাতিই হবে। এখন প্রশ্ন হল, দত্তবাড়িতে মেয়ে এলে কৃষ্ণার কী রিয়েকশন হয়! অন্যদিকে যোগমায়া ও বঁধুয়াও যথেষ্ট ভালো নম্বর তুলেছে।

আরও পড়ুন : ‘মোদী ম্যাজিকে মুগ্ধ’, BJP-র জয় নিয়ে নিশ্চিত পুতিন-জেলেনস্কি! পাঠালেন বিশেষ আমন্ত্রণ

যেখানে চার ও পাঁচ নম্বরে রয়েছে স্টার জলসার ‘গীতা এলএলবি’ ও জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’। সিরিয়াল দুটির ঝুলিতে এসেছে যথাক্রমে ৭.৭ এবং ৭.০ পয়েন্ট। ভালো নম্বর তুলেছে ‘কথা’ সিরিয়ালটিও। ৬.৯ নম্বর নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে এই মেগা। অন্যদিকে সপ্তম স্থানে রয়েছে ‘কার কাছে কই মনের কথা’ ৬.৪।

১ম•• ফুলকি ৮.০
২য় •• নিম ফুলের মধু ৭.৯
৩য় •• জগদ্ধাত্রী ৭.৮
৪র্থ •• গীতা LLB ৭.৭
৫ম •• কোন গোপনে ৭.০
৬ষ্ঠ •• কথা ৬.৯
৭ম •• কার কাছে কই মনের কথা ৬.৪
৮ম ••অনুরাগের ছোঁয়া ৬.২
৯ম •• আলোর কোলে ৫.৭
১০ম •• বঁধুয়া/ জল থই থই ভালোবাসা ৫.২

Trending
বধূয়া •• ৫.২
যোগমায়া •• ৪.২


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর