‘তৃণমূলের ৫ জন NDA প্রার্থীকে সমর্থন করেছেন’, রাধাকৃষ্ণণের জয়ের পর বোমা ফাটালেন তরুণজ্যোতি তিওয়ারি

Updated on:

Updated on:

বাংলাহান্ট ডেস্ক : বিপুল ভোটে জয়ী হয়ে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি (Vice President) হচ্ছেন সিপি রাধাকৃষ্ণণ। ইন্ডি জোটের প্রার্থী সুদর্শন রেড্ডিকে হারিয়ে ৪৫২ ভোটে জয়ী হলেন এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী পেয়েছেন ৩০০ টি ভোট। তবে এর মধ্যেই জল্পনা, অন্তত ১৬ জন ইন্ডি জোটের সাংসদ নাকি ভোট দিয়েছেন এনডিএর (Vice President) প্রার্থীকে। এমনকি এর মধ্যে ৩-৪ জন বাংলার সাংসদ রয়েছেন বলেও শোনা যাচ্ছে। জল্পনা উসকে বিষ্ফোরক পোস্ট করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।

উপরাষ্ট্রপতি (Vice President) নির্বাচন নিয়ে বিষ্ফোরক বিজেপি নেতা

এদিন উপরাষ্ট্রপতি (Vice President) ভোটের ফলাফল প্রকাশের পরেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ শানিয়ে বিষ্ফোরক পোস্ট করেন বিজেপি (BJP) নেতা তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari)। কী লিখেছেন তিনি? বিজেপি নেতার পোস্ট অনুযায়ী, ‘সকালেই জয়রাম রমেশ একটা টুইট করেছিলেন। ৩১৫ জন বিরোধী সাংসদ নাকি ঐক্যবদ্ধ ছিল। অথচ বিরোধী প্রার্থী ভোট পেল মাত্র ৩০০। NDA প্রার্থী জিতবে সেটা নিয়ে কোন সন্দেহ ছিল না কিন্তু এই বিরোধী গুলো একটু লাফাচ্ছিল বেশি। ৪২৭ ভোট NDA পেতো কিন্তু সেটা গিয়ে দাঁড়ালো ৪৫২।’

Tarunjyoti Tewari said 5 tmc mp supported nda in vice president election

কী লিখেছেন বিজেপি নেতা: বিরোধীদের তীব্র কটাক্ষ শানিয়ে তিনি আরও লিখেছেন, ‘একত্রিত বিরোধীদের ভোট ছিল ৩১৫, ভোট পেল বিরোধী প্রার্থী ৩০০… যদিও এদের ঐক্য ভোটের আগে পর্যন্ত থাকে তারপর হাওয়া হয়ে যায়।সেটাও বড় কথা নয়। শোনা যাচ্ছে ১৫ জন নাকি NDA প্রার্থীকেই ভোট দিয়েছেন। আরো একটা খবর পাচ্ছি, এই ১৫ জনের মধ্যে নাকি রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে তৃণমূলের ৫ জন NDA প্রার্থীকে সমর্থন করেছেন।’

আরও পড়ুন : নির্বিচারে গুলি প্রতিবাদীদের উপরে! বন্ধ সীমান্ত, ঠিক কী অবস্থা নেপালে? বাংলাহান্টকে ভয়ঙ্কর বর্ণনা আটক বাঙালি পড়ুয়ার

ইঙ্গিতবহ পোস্ট তরুণজ্যোতির: এরপরেই কার্যত বোমা ফাটিয়েছেন তরুণজ্যোতি। তিনি লিখেছেন, ‘যাই হোক সকলের কল্যাণ হোক, সকলে উজ্জ্বল প্রদীপের মতো থাকুক। সকলেই কীর্তিমান এবং শত্রুদের নিধনকারী। কোন কথাই কিন্তু এমনি এমনি বলিনি। আসলে এই পাঁচজন হয়তো চায়নি যে একজন মাওয়িস্ট সিমপ্যাথাইজারকে ভুল করেও দেশের উপরাষ্ট্রপতি হোক।’ বিজেপি নেতার (Vice President) এই পোস্ট উসকে দিয়েছে জল্পনা। অন্য কোনও ইঙ্গিত কি করেছেন তিনি? গুঞ্জন তুঙ্গে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন : জমে যাবে পুজো, নবমীর লাঞ্চে বানিয়ে ফেলুন জিভে জল আনা মুরগি পোস্ত, রইল সোজা রেসিপি

উল্লেখ্য, এদিন ১৪ জন সাংসদ অনুপস্থিত ছিলেন। ভোট দেন মোট ৭৬৭ জন সাংসদ। এর মধ্যে আবার ১৫ টি ভোট বাতিল বলে ঘোষণা করা হয়। পদ্ধতিগত ভুলের কারণে এই ভোটগুলি বাতিল হয়েছে বলে জানা গিয়েছে।