বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশের বিনোদন জগতে পরপর চাঞ্চল্যকর গ্রেফতারি। অতি সম্প্রতি বাড়িতে মদ ও মাদকদ্রব্য রাখার অপরাধে বাংলাদেশি অভিনেত্রী মডেল পরীমণি (pori moni) গ্রেফতার হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাবের (RAB) হাতে। বুধবার সকালে তাঁর বাড়িতে হানা দিয়ে একাধিক মদের বোতল, মাদক দ্রব্য বাজেয়াপ্ত করে তাঁকে গ্রেফতার করে র্যাব। এবার পরীমণির হয়ে সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন লেখিকা তসলিমা নাসরিন (taslima nasrin)।
তসলিমা নাকি পরীমণির কোনো অপরাধই খুঁজে পাচ্ছেন না। তাঁর মতে, মদ্যপান করা বা বাড়িতে মিনিবার করা বা নগ্ন হয়ে ছবি তোলা, একাধিক বিয়ে করা কোনোটাই অপরাধের মধ্যে পড়ে না। তবে কীসের ভিত্তিতে গ্রেফতার করা হল পরীমণিকে? নাকি তিনি মহিলা বলেই এগুলো অপরাধ? প্রশ্ন লেখিকার। তিনি আরো বলেন, কোনো পুরুষ যদি গরিব থেকে ধনী হয়ে যান তাহলে সকলে প্রশংসা করে। কিন্তু কোনো মহিলা হঠাৎ গরিব থেকে ধনী হলে সবার চোখ কপালে ওঠে। মেয়ে হওয়াটাই কি সবথেকে বড় অপরাধ? প্রশ্ন করেছেন তসলিমা।
তিনি লিখেছেন, ‘মদ খাওয়া, মদ রাখা, ঘরে মিনিবার থাকা কোনওটিই অপরাধ নয়। বাড়িতে বন্ধু বান্ধব আসা, এক সঙ্গে মদ্যপান করা অপরাধ নয়। বাড়িতে ডিজে পার্টি করা অপরাধ নয়। কারও সাহায্য নিয়ে সিনেমায় নামা অপরাধ নয়। কারো সাহায্যে মডেলিং এ চান্স পাওয়া অপরাধ নয়। কোনও উত্তেজক বড়ি যদি সে নিজে খায় অপরাধ নয়। ন্যাংটো হয়ে ছবি তোলাও অপরাধ নয়। লাইসেন্স রিনিউ-এ দেরি হওয়াও তো অপরাধ নয়। পরীমণি নাকি একাধিক বিয়ে করেছে, সেটিও কোনও অপরাধ নয়।’
প্রসঙ্গত, র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী বাড়িতে একটি মিনিবার তৈরি করেছিলেন পরীমণি। সেখানে চলত ডিজে পার্টি, মাদক সেবন। এলএসডি, আইসের মতো মাদক সেবনের কথা নিজেই স্বীকার করেছেন তিনি। নজরুল ইসলাম রাজ নামে এক প্রযোজক নাকি এসব মাদক সরবরাহ করতেন তাঁকে। একাধিক বিদেশি মদের বোতল, মাদক দ্রব্য উদ্ধার হয়েছে পরীমণির বাড়ি থেকে। বৃহস্পতিবার বিকেল থেকে বনানী থানায় রাখা হয়েছে তাঁকে। সারা রাতই নাকি কান্নাকাটি করেছেন পরীমণি।