বড়সড় আপডেট! আন্তর্জাতিক এই কোম্পানির সাথে এবার গাঁটছড়া বাঁধছে TATA! নয়া চমক মিলবে তো ?

বাংলাহান্ট ডেস্ক : রতন টাটা এই মুহূর্তে বিশ্বের অন্যতম আলোচিত একজন শিল্পপতি। ভারতের শিল্প ক্ষেত্রে রতন টাটার অবদান অনস্বীকার্য। শিল্পপতির থেকেও রতন টাটার বড় পরিচয় তিনি একজন উদ্যোগপতি। দেশ ও দশের শুভ ভাবনা রতন টাটাকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। রতন টাটার হাত ধরে টাটা গোষ্ঠী (TATA Group) সৃষ্টি করেছে একের পর এক ইতিহাস।

নয়া চমক দিতে হাজির টাটা গ্রুপ (TATA Group)

এবার জানা যাচ্ছে, একটি আন্তর্জাতিক সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করে ফেলেছে টাটা গোষ্ঠী (TATA Group)। তবে কি এই চুক্তির মাধ্যমে টাটা গোষ্ঠী পদার্পণ করতে চলেছে নতুন ব্যবসায়? রান্নাঘরে ব্যবহৃত নুন থেকে চারচাকা গাড়ি, তথ্যপ্রযুক্তি থেকে গার্মেন্টস, দেশের বিভিন্ন শিল্প ক্ষেত্রে টাটা গোষ্ঠী নিজেদের প্রমাণ করেছে বারবার। তবে এবার টাটা গোষ্ঠী পদার্পণ করতে চলেছে ফাস্টফুড ব্যবসায়।

আরোও পড়ুন : Optical Illusion : এক ঝলকেই ছবিতে কোন প্রাণীটিকে দেখছেন?উত্তর বলে দেবে আপনার ব্যক্তিত্ব

বিশ্ব বিখ্যাত ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডসের সাথে চুক্তি স্বাক্ষর করেছে টাটা গোষ্ঠীর (TATA Group) আইটি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস (TCS)। বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ম্যাকডোনাল্ডসের সাথে ২ বছরের জন্য এই চুক্তি হয়েছে টাটার। জানা যাচ্ছে, টিসিএস ফিলিপিন্সে ৭৬০টিরও বেশি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁর কাজ ডিজিটাইজ করার শর্তে এই চুক্তি করেছে।

Tata Group

পাশাপাশি ফিলিপিন্সে ম্যাকডোনাল্ডসের (McDonalds) আইটি সিস্টেম আপগ্রেডের কাজও করবে টিসিএস। টাটা কনসালটেন্সি সার্ভিসের প্রায় ৫০০০ কর্মী কর্মরত ফিলিপিন্সে।  মার্কেটে ৪৩৪৭ টাকা প্রতি শেয়ারের দাম টিসিএসের। পাশাপাশি বিশ্বের অন্যতম বৃহত্তম ফুড চেইন ম্যাকডোনাল্ডস। আন্তর্জাতিক এই সংস্থার আউটলেট রয়েছে বিশ্বের ১০০ টিরও বেশি দেশে। পৃথিবী জুড়ে ম্যাকডোনাল্ডসের ছড়িয়ে রয়েছে ৪২ হাজারেরও বেশি আউটলেট।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর