OMG! Internet ছাড়াই ফোনে চলবে Video! সত্যিই? ‘বিগ ডিল’ নিয়ে হাজির TATA’র সাথে যুক্ত সংস্থা

বাংলাহান্ট ডেস্ক : আজকাল ৮ থেকে ৮০, সবার হাতেই রয়েছে স্মার্টফোন। খেতে বসে হোক কিংবা বাসে-ট্রামে সফর করতে করতে, অনেকের কাছে ফোনে ভিডিও দেখা রীতিমত নেশা হয়ে দাঁড়িয়েছে। তবে ফোনে ভিডিও দেখতে হলে প্রয়োজন হয় ইন্টারনেট সংযোগের। এক নাগাড়ে ভিডিও দেখলে ফোনের ডেটাও শেষ হয় হুহু করে।

TATA’র (Tata Group) সাথে যুক্ত সংস্থার নয়া চমক

তবে এবার ভারতের বাজারে এমন ফোন আসতে চলেছে যেখানে ইন্টারনেট ছাড়াও চালানো যাবে ভিডিও বা অডিও। জানা গেছে, বাজারে এমন ফোন নিয়ে আসার পরিকল্পনা করেছে টাটা গোষ্ঠীর (Tata Group) সাথে যুক্ত একটি সংস্থা। একটি মার্কিন সংস্থার সাথে যৌথ ভাবে এই ফোনগুলির ডিজাইন করা হচ্ছে।

TCS slips back in Tata group's list of most profitable companies.

এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারত সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নিঃসন্দেহে বড় জায়গায় চলে যাবে। যৌথভাবে এই প্রজেক্টে কাজ করছে ভারতের ‘সাংখ্য ল্যাব’, আইআইটি কানপুরের একটি কোম্পানি ‘ফ্রি স্ট্রিম টেকনোলজিস’ এবং আমেরিকার সিনক্লেয়ার ইনক। চুক্তি অনুযায়ী, এই ফোনগুলিতে থাকতে চলেছে সাংখ্য ল্যাব দ্বারা নির্মিত ‘পৃথ্বী-3 ATSC 3.0 চিপসেট’।

আরোও পড়ুন : টাকা দিয়ে ফিল্মি অ্যাওয়ার্ড কেনেন শাহরুখ খান! বিস্ফোরক অভিযোগ এই অভিনেত্রীর

তেজস নেটওয়ার্কের (যেটি কিনা টাটা গোষ্ঠীর (Tata Group) মূল সংস্থা) একটি সহযোগী প্রতিষ্ঠান এই ‘সাংখ্য ল্যাব।’ তেজস নেটওয়ার্ক বর্তমানে 4G ও 5G টেলিকমিউনিকেশনের জন্য বিভিন্ন ডিভাইস নির্মাণের সাথে যুক্ত। যে ডিভাইসগুলি এই সংস্থা আনতে চলেছে তার পরীক্ষা হবে ভারতেই (India)।

আরোও পড়ুন : RG Kar-এর সঙ্গে গভীর যোগসূত্র প্রসেনজিতের! এই ঘটনার আগে কেউ জানতোই না

সংখ্যা ল্যাবস বর্তমানে বেঙ্গালুরু, দিল্লি এবং আমেরিকায় ফিল্ড ভ্যালিডেশন চালাচ্ছে। অন্যদিকে, টাটা গ্রুপের (Tata Group) টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) ভারত জুড়ে 4G নেটওয়ার্ক স্থাপনের জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর সাথে কাজ করছে।

For this reason, the government has warned the mobile users

টিসিএস বিএসএনএল-এর সাথে 15,000 কোটি টাকার চুক্তির অংশ হিসাবে টাটা (Tata Group) ভারতের চারটি অঞ্চলে বড় ডেটা সেন্টার স্থাপন করছে। একটি রিপোর্ট বলছে, BSNL-এর থেকে 4G নেটওয়ার্ক স্থাপনের জন্য TCS, Tejas Networks এবং সরকারী মালিকানাধীন ITI পেয়েছ ১৯ হাজার কোটি টাকার অর্ডার।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর