বাংলাহান্ট ডেস্ক : চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। প্রায় ছয় হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে টাটা স্টিল ফ্যাক্টরি (Tata Steel Factory)। নূন্যতম দশম শ্রেণী উত্তীর্ণ হলেই করা যাবে আবেদন। এই নিয়োগ সম্পর্কে বিশদ জানতে পড়ে ফেলুন প্রতিবেদনটি। ভারতের শিল্প জগতে টাটা (Tata) অন্যতম প্রসিদ্ধ একটি নাম। অসংখ্য তরুণ-তরুণীর ইচ্ছা থাকে টাটা সংস্থায় কাজ করার। এবার ভারতের বিভিন্ন প্রান্তের চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এল টাটা (Tata)। টাটা সংস্থা একাধিক পদে কর্মী নিয়োগ (Recruitment) করতে চলেছে।
যে পদগুলিতে নিয়োগ হবে সেগুলি হল: Area Manager,
Marketing-Chemical Specialty Area Manager Management Development,Mgr Foreign Exchange& Commodity Hedging,Assistant Manager (R&R),Asst. Manager (Land & Lease),Manager Civil,Asst Manager BAF,Assistant Manager – Investor Services,Emergency Medicine – Meramandali,Management Trainee Technical- BIT Sindri- Mechanical।
আরোও পড়ুন : “আমরা সবাই ধ্বংস হয়ে যাব”, আচমকাই সবাইকে সতর্ক করলেন ISRO প্রধান, জানালেন….
টাটা কোম্পানি (Tata) মোট ৬ হাজার শূন্যপদে এই নিয়োগ করবে। পদ অনুযায়ী বেতন কাঠামো আলাদা। বেতন থাকবে মাসিক ২৪,৫০০ টাকা থেকে শুরু করে ৬৮,৩০০ টাকা পর্যন্ত। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা। নূন্যতম মাধ্যমিক উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। সেক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক উত্তীর্ণদের। ১৮ থেকে ৪৫ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য।
আবেদন জানানোর জন্য ও এই সম্পর্কিত আরো বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন https://tatasteel.ripplehire.com- এই ওয়েবসাইটে। গত ২৮ শে জুন থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়া চলবে ৮ ই আগস্ট পর্যন্ত। এই পদগুলির জন্য প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। যোগ্যতার উপর ভিত্তি করে সরাসরি ইন্টারভিউয়ে ডাকা হবে প্রার্থীদের।