কোনো ক্ষমতাবানের হাত রয়েছে, নয়তো সাংসদকে ভুয়ো টিকা দেওয়ার সাহস হত না, মন্তব‍্য তথাগতর

বাংলাহান্ট ডেস্ক: কসবা ভুয়ো টিকাকরণ (fake vaccine) ক‍্যাম্পের খবরে তোলপাড় পড়ে গিয়েছে রাজ‍্য রাজনীতি তথা বিনোদন জগতে। এর একটি বড় কারণ, খোদ সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকেও (mimi chakraborty) বোকা বানিয়ে ভুয়ো টিকা দেওয়া হয়েছে ওই কেন্দ্র থেকে। বিষয়টা নিয়ে অনেকেই যখন মিমির দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলছেন তখন অভিনেত্রী সাংসদের পক্ষেই সওয়াল করলেন অভিনেতা তথাগত মুখোপাধ‍্যায় (tathagata mukherjee)।

তথাগতর সন্দেহ, ধৃত দেবাঞ্জন দেব নিজেই বোকা বনে গিয়েছেন। নিজের পরিবার, প্রেমিকা সকলকেই ওই ভুয়ো টিকা দিয়েছেন দেবাঞ্জন। তথাগতর প্রশ্ন, টাকার লোভে বোকা হয়ে যায়নি তো দেবাঞ্জন? তাঁর আরো বক্তব‍্য, অভিযুক্তদের মাথার উপর নিশ্চয়ই কোনো ক্ষমতাবানের হাত রয়েছে। নয়তো কসবার মতো এলাকায় এমন একটি ভুয়ো ক‍্যাম্প চালানো মুখের কথা নয়।

981564 mimi chakraborty fake vaccine twitter
তথাগত মনে করছেন বিষয়টার সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে। তবে তিনি কোনো দলকে কাঠগড়ায় তুলতে রাজি নন। তথাগতর বক্তব‍্য, দলের একজন মানুষ দুষ্কৃতীদের সঙ্গে যুক্ত হলেও বাকিরা সে কথা নাই জানতে পারেন। সেক্ষেত্রে পুরো দলকে দোষ দেওয়া চলে না। তিনি বেশি চিন্তিত যেসব সাধারণ মানুষ ভুয়ো টিকা পেল তাদের নিয়ে। তবে রাজ‍্য সরকার থেকে তাদের স্বাস্থ‍্য পরীক্ষা করানোর ব‍্যবস্থা হয়েছে শুনে তথাগত খুশি।

প্রসঙ্গত, ভুয়ো টিকার প্রমাণ প্রকাশ‍্যে আসার পরেই অসুস্থ হয়ে পড়েন মিমি। পেটে ব‍্যথা ও ডিহাইড্রেশনের সমস‍্যা রয়েছে সাংসদ অভিনেত্রীর। রক্তচাপও বেশ কম। বাড়িতেই তাঁর রক্ত পরীক্ষার ব‍্যবস্থা হচ্ছে বলে জানা গিয়েছে। এমনিতেই ভুয়ো টিকাকেন্দ্রের পর্দাফাঁস হওয়ার পর থেকে কিছুটা মানসিক অশান্তিতে ভুগছিলেন মিমি। কারণ তিনি নিজেও ওই কেন্দ্র থেকেই ভুয়ো টিকা নিয়েছিলেন। তাঁকে দেখেই গিয়েছিলেন আরো সাধারণ মানুষ। তবে সম্প্রতি মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় জানিয়েছেন, গলব্লাডারের আগে থেকেই ছিল মিমির। সেই থেকেই অসুস্থতা।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর