ভাগ্যিস উনি বলেননি বেনারস থেকে ষাঁড় এনে রোড শোয়ে ঢুকিয়ে দিয়েছে মোদী! মমতাকে খোঁচা তথাগতর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ হাওড়ায় তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (mamata banerjee) র‍্যালিতে ষাঁড় ঢুকে পড়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। হাওড়া মধ্য-এর তৃণমূল প্রার্থীর সমর্থনে হুইলচেয়ারে করে একটি রোড শোতেই এই ঘটনা ঘটায় বিজেপিকে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল পক্ষ।

পূর্বেই ‘দিল্লী থেকে ১০০ প্লেন, এক হাজার হেলিকপ্টার নিয়ে এসেছে বিজেপি’- এমনটা অভিযোগ করেছিলেন মমতা ব্যানার্জি। সবকিছু মিলিয়ে এখন বঙ্গে রাজনৈতিক তর্জা তুঙ্গে। তৃণমূল বিজেপির সংঘর্ষ থেকে শুরু করে সভা সমাবেশ, চলছে চারিদিকে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)।

মমতা ব্যানার্জিকে আক্রমণ করে তিনি বলেন- ‘দিল্লী থেকে ১০০ প্লেন, এক হাজার হেলিকপ্টার নিয়ে এসেছে বিজেপি’ – মমতা। এর পরে এঁর মস্তিষ্কের অবস্থা সম্বন্ধে কি কারুর সন্দেহ থাকতে পারে? তবু ভালো, বলেননি বেনারস থেকে ষাঁড় নিয়ে এসেছেন মোদী, আমাদের রোড শোয়ে ঢুকিয়ে দিয়েছেন।

সম্পর্কিত খবর

X