জেলবন্দি পার্থের মুখে মুখ্যমন্ত্রীর নাম! ‘যা জানি সবটাই..’, প্রাক্তন মন্ত্রীর এক দাবিতে বিস্ফোরণ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) গ্রেফতার হয়েছেন। শিক্ষক কেলেঙ্কারি (Teacher Recruitment Scam) মামলায় বারংবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন তিনি। আর এবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম তুলে আনলেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। আর সেখানেই উঠে এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। রীতিমতো বিস্ফোরণ ঘটালেন পার্থ। নিয়োগ দুর্নীতির দায় অস্বীকার করেও আজ আদালতে ফের মুখ্যমন্ত্রীকে টানলেন পার্থ চট্টোপাধ্যায়।

ঠিক কী কী বলেছেন পার্থ? এদিন নিয়োগ পলিসিতে মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে পার্থ বলেন,” নিয়োগ সংক্রান্ত পলিসি বিষয়ে তার ভূমিকা নেই। পলিসি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত হয় মন্ত্রিসভায়। মন্ত্রিসভার সচিব সেই রিপোর্ট দেন প্রিন্সিপাল সেক্রেটারিকে। প্রিন্সিপাল সেক্রেটারি রিপোর্ট জমা দেন মুখ্যসচিবকে। সেই রিপোর্ট মুখ্যসচিব রিপোর্ট জমা দেন মুখ্যমন্ত্রীকে। এদিন আদালতে এমনটাই জানায় পার্থ।

আরও পড়ুন: ‘আজ আছি, কাল নেই, কে জানে ভবিষ্যতে..’, বার্সেলোনায় দাঁড়িয়ে হঠাৎ কী হল মমতার?

পার্থর প্রশ্ন, ” এখানে মন্ত্ৰী হিসেবে আমার রোল কোথায়?” প্রাক্তন শিক্ষামন্ত্রীর যুক্তি অনুযায়ী, তিনি যা জানেন তার সবটাই জানেন মুখ্যমন্ত্রী। তাহলে কী এবার নিজের নাম সরিয়ে মুখ্যমন্ত্রীকেই লাইমলাইটে আনতে চাইছেন জেলবন্দি পার্থ? উঠছে প্রশ্ন।

mamata partha

আরও পড়ুন: লিপস অ্যান্ড বাউন্ডসে ED-র ডাউনলোড করা ওই ১৬টি ফাইলে কী ছিল? শেষমেশ জানা গেল…

আদালতে পার্থ এও বলেন, ‘আমার অনেক শত্রু আছে, যারা অনেক বেশি প্রভাবশালী। তারা আমার ক্ষতি করছে। ‘ পাশাপাশি কেন বন্দিমুক্তি কমিটি তাকে জেল থেকে বের করার জন্য কোনও পদক্ষেপ করছেন না সেই নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X