বাংলাহান্ট ডেস্ক : ছাত্রীদের সাথে কু কথা বলা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল স্কুলেরই শিক্ষকের বিরুদ্ধে। সেই অভিযোগের প্রেক্ষিতে ছাত্রীর অভিভাবকদের হাতে মার খেলেন স্কুলের শিক্ষক। পাশাপাশি অভিভাবকরা দাবি তুলেছেন অবিলম্বে ওই শিক্ষককে স্কুল থেকে অন্যত্র স্থানান্তরিত করার। স্কুলের শিক্ষকের এমন আচরণের জেরে ছাত্রীরা অন্য স্কুলে ভর্তি হতেও বাধ্য হচ্ছেন।
ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) ইসলাম বাজারের দ্বারন্দা চন্ডীমাতা বিদ্যালয়। ওই স্কুলের ছাত্রীদের অভিভাবকদের অভিযোগ ওই স্কুলের শিক্ষক সুদীপ বড়াল ছাত্রীদের সাথে কু কথা বলেন। পরিস্থিতি এমন জায়গায় এসে পৌঁছায় যে মঙ্গলবার ছাত্রীদের অভিভাবকদের হাতে মার খেতে হয় ওই শিক্ষককে। শিক্ষককে প্রহারের পাশাপাশি অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভও দেখান।
অভিভাবকরা দাবি করেন অবিলম্বে ওই শিক্ষককে এখান থেকে বদলি করতে হবে। এই অভিযোগের ভিত্তিতে স্কুলের প্রধান শিক্ষক বলেছেন, এমন কোনও ঘটনা ঘটে থাকলে অভিভাবকরা স্কুলে লিখিত অভিযোগ জানাক। লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবে স্কুল। অভিভাবকদের দাবি এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছিল।
কিন্তু তারপরেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।স্থানীয় গ্রামবাসীদের কথায়, দীর্ঘ দিন ধরে ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অশালীন ব্যবহারের অভিযোগ উঠছিল। ছাত্রীরা তাদের অভিভাবকদের এই ঘটনা জানায়। অভিভাবকরা এরপর বাধ্য হয়ে শিক্ষককে প্রহার করে। আমরা চাই ওই শিক্ষককে এই স্কুল থেকে বদলি করে দেওয়া হোক।