বাংলা হান্ট ডেস্কঃ শাসকদল ছাড়া রাজ্য আন্দোলন, মিছিলে অনুমতি দেয় না। বহুবার এই অভিযোগ তুলেছে বিরোধীরা। এবার রাজ্য সরকার আন্দোলনের অনুমতি দিচ্ছে না, এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল শিক্ষকদের সংগঠন (Teachers Association)। মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
শিক্ষাক্ষেত্রে একাধিক অভিযোগ তুলে আন্দোলনে নামতে চাইছেন শিক্ষকরা। কোথাও পর্যাপ্ত টেবিল, চেয়ার নেই, কোথাও পরিকাঠামোগত ত্রুটি তো কোথাও নিত্যপ্রয়োজনীয় সরঞ্জাম কিনতে দিশেহারা হতে হচ্ছে। এমনই নানা সমস্যা রয়েছে। অন্যদিকে রয়েছে মিড ডে মিলের মৃল্যবৃদ্ধি প্রসঙ্গ। সব মিলিয়ে আগামী ১৭ ডিসেম্বর বিকাশ ভবন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে শিক্ষকদের সংগঠন ‘উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। তবে তাতে প্রশাসনের অনুমতি মেলেনি।
শিক্ষকদের সংগঠনের দাবি, “শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানাতে চেয়েছিলাম আমরা। পুলিশের অনুমতি চাওয়া হলে তা দেওয়া হয়নি। তাই আমরা বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি।” প্রসঙ্গত, দীর্ঘ দু’বছর পর মিড–ডে মিলের (Mid day Meal) বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও তা না বাড়ারই সমান। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক দুই খাতে মাথাপিছু ৭০ এবং ৭৫ পয়সা করে বাড়ানো হচ্ছে মিড–ডে মিলের বরাদ্দ।
আরও পড়ুন: এত্ত ‘চুরি’! এবার কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, জানেন কোন জেলায় ‘বদনাম’ সবথেকে বেশী?
মাথাচাড়া দিয়ে উঠেছে মূল্যবৃদ্ধি। ডিম থেকে শাক-সবজি, রান্নার তেল থেকে রান্নার গ্যাস সবেরই দামে আগুন। এরই মাঝে এই হিসেব সামনে আসতেই চৰ্চা শুরু। এর আগে শেষ বার ২০২২ সালে মিড-ডে মিলের বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র। তারপর থেকে দু’বছর পেরিয়েছে। দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রির।আর এবার ‘নামমাত্র’ বরাদ্দ বাড়ল। আগে প্রাথমিকে মিড-ডে মিলের জন্য মাথাপিছু বরাদ্দ ছিল ৫.৪৫ টাকা এবং উচ্চ প্রাথমিকে তা ৮.১৭ টাকা। আর এবার তা যথাক্রমে ৭০ এবং ৭৫ পয়সা বাড়ানো হয়েছে।