২০১২ তে পাস, তবু সার্টিফিকেট নেই! টেট নিয়ে নতুন জটিলতায় শিক্ষা দপ্তর

Published on:

Published on:

Teachers Demand 2012 Primary TET Certificate for Job Security in West Bengal

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার প্রাথমিক শিক্ষকরা, যারা ২০১২ সালের প্রাথমিক টেট (Primary TET) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তাঁরা এবার শিক্ষা দপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছেন তাঁদের টেট পাস সার্টিফিকেট প্রদানের জন্য। সাম্প্রতিক আদালতের রায়ে টেট বাধ্যতামূলক মামলার পরিপ্রেক্ষিতে এই দাবি এখন তাঁদের কর্মজীবনের অস্তিত্ব রক্ষার অন্যতম প্রধান পদক্ষেপ হয়ে উঠেছে।

শিক্ষকদের মূল দাবি কী?

শিক্ষকদের বক্তব্য, তাঁরা ২০১২ সালে টেট পরীক্ষায় (Primary TET) উত্তীর্ণ হয়েই বৈধভাবে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগপত্র পেয়েছিলেন। কিন্তু এত বছর পরও তাঁদের হাতে টেট পাস সার্টিফিকেট দেওয়া হয়নি। এখন তাঁদের দাবি অবিলম্বে সেই সার্টিফিকেট তাঁদের প্রদান করা হোক।

তাঁদের মতে, এই সার্টিফিকেট কেবল একটি নথি নয়, বরং তাঁদের যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের সুরক্ষাকবচ। তাঁরা আশঙ্কা করছেন, সার্টিফিকেট না থাকলে আদালতের নির্দেশে তাঁদের নতুন করে টেট পরীক্ষায় বসতে হতে পারে, যা তাঁদের জন্য মানসিক ও পেশাগতভাবে বড় ধাক্কা হবে।

শিক্ষকদের দাবির পেছনে রয়েছে দুটি শক্তিশালী আইনি ভিত্তি—

প্রথমত, আরটিই আইন, ২০০৯ (Right to Education Act, 2009) অনুসারে, প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগের জন্য টেট পাস করা বাধ্যতামূলক। ফলে, তাঁরা যেহেতু ২০১২ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের নিয়োগ আইনি দিক থেকে বৈধ।

দ্বিতীয়ত, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE)-এর ২৩শে আগস্ট, ২০১০ তারিখের গেজেট অনুযায়ী, টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক প্রার্থীকে পাস সার্টিফিকেট প্রদান করা আবশ্যক। শিক্ষকরা জানিয়েছেন, এই নিয়ম আজও বহাল আছে, অথচ তাঁরা তা পাননি।

টেট (Primary TET) নিয়ে আদালতের রায়ে নতুন উদ্বেগ

সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি রায়ের পর টেট (Primary TET) ইস্যু নতুন করে গুরুত্ব পেয়েছে। আদালত জানিয়েছে যে, টেট বাধ্যতামূলক হওয়ায় শিক্ষকদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে গভীর আশঙ্কা দেখা দিয়েছে। কারণ, টেট পাস সার্টিফিকেট ছাড়া তাঁদের চাকরি অনিশ্চিত হয়ে পড়তে পারে। তাই কোচবিহারের প্রাথমিক শিক্ষকরা এখন দাবি তুলেছেন যে, শিক্ষা দপ্তর যেন দ্রুত তাঁদের ২০১২ সালের টেট পাস সার্টিফিকেট প্রদান করে, যাতে তাঁরা ভবিষ্যতে আইনি বা প্রশাসনিক জটিলতায় না পড়েন।

Teachers Demand 2012 Primary TET Certificate for Job Security in West Bengal

আরও পড়ুনঃ “১২ টার মধ্যে ১১টা জেতাতে হবে”, মালদহে টার্গেট জানালেন শুভেন্দু, কোন কেন্দ্রে হারবেন সেটাও জানিয়ে দিলেন

একজন শিক্ষক বলেন, “আমরা টেট দিয়ে পাস করেছি, সেই সময়ের নিয়ম মেনেই চাকরি পেয়েছি। এখন যদি সার্টিফিকেট না দেবে, তাহলে সেটা আমাদের সঙ্গে অন্যায়।” আরও এক শিক্ষক জানান, “এই সার্টিফিকেট শুধু একটা কাগজ নয়, এটা আমাদের পরিশ্রমের স্বীকৃতি এবং চাকরির নিরাপত্তা।”