বাংলা হান্য ডেস্কঃ ধর্মতলার সভার আগে অস্বস্তিতে তৃণমূল (Trinamool Congress)। উত্তর ২৪ পরগনার প্রস্তুতি সভা ঘিরে শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শিক্ষকরা সভা ছেড়ে বেরিয়ে যেতে চাইলে বন্ধ করে দেওয়া হল গেট। রীতিমতো চাপে আয়োজকরা।
বুধবার বারাসতের রবীন্দ্রভবনে তৃণমূল (Trinamool Congress) শিক্ষা সেলের ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা চলাকালীন চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ও কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন সভায়। শুরুতে প্রেক্ষাগৃহ ভর্তি থাকলেও, কিছু সময় পর থেকেই শিক্ষক ও অধ্যাপকরা আস্তে আস্তে বেরিয়ে যেতে থাকেন। এক সময় খালি হয়ে যায় বেশিরভাগ আসন। এই অবস্থায় আয়োজকরা মূল গেটে তালা লাগিয়ে দেন যাতে কেউ বেরিয়ে না যেতে পারেন। বাধ্য হয়ে কিছু শিক্ষক ফের সভাস্থলে ফিরে আসেন।
এই ঘটনা দেখে মঞ্চে দাঁড়িয়ে রীতিমতো ক্ষুব্ধ হন রথীন ঘোষ। তাঁর কথায়, “সংগঠনের প্রতি এই দায়বদ্ধতা একেবারেই কাম্য নয়।” শিক্ষকদের এই মনোভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
বিজেপির কটাক্ষ
এই ঘটনা ঘিরে বিজেপি যথারীতি আক্রমণ শানিয়েছে। রাজ্য বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক তথা শিক্ষক নেতা শঙ্কর ঘোষ বলেন, “শিক্ষকরা আর তৃণমূল নেতাদের পাশে দাঁড়াতে চান না। চাকরি কেলেঙ্কারি, দুর্নীতি, ধর্ষণ, খুন—সব ঘটনায় তৃণমূল জড়িয়ে। তৃণমূল এমন প্রতিহিংসাপরায়ণ দল, যারা সভায় না গেলে চাকরি নিয়ে টানাটানি করে। তাই শিক্ষকরা উপস্থিত হলেও, বেশি সময় থাকতে চাননি। শুভবুদ্ধিসম্পন্ন কেউ এই দলের সঙ্গে থাকতে পারে না।”
আরও পড়ুনঃ ২১শে জুলাইয়ের মঞ্চে থাকছেন না দেব? Instagram-এর ছবিতে মিলল বড় ইঙ্গিত
শিক্ষকদের এমন আচরণকে ঘিরে ২১ জুলাইয়ের আগে যে তৃণমূলের (Trinamool Congress) অন্দরেই অস্বস্তি তৈরি হয়েছে, তা স্পষ্ট। দলের নেতারা প্রকাশ্যে কিছু না বললেও, শিক্ষা সেলকে নিয়ে নতুন করে ভাবনার সময় এসে গিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।